Share |

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ও জিসিএমকে বিতাড়নের আহবান

লন্ডন, ২ অক্টোবর : বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে সুন্দরবনের কাছে নির্মাণাধীন কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করে প্রাণ, প্রতিবেশ ও জীববৈচিত্রের আধার সুন্দরবন রক্ষার আহবান জানিয়েছে বাংলাদেশ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার  নেতৃবৃন্দ। বর্তমান জ্বলানী নীতির পরিবর্তন করে নবায়যোগ্য জ্বালানির উপর গুরুত্ত্বারোপ ও জিসিএম (সাবেক এশিয়া এনার্জি) কর্তৃক দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আহবান জানান তারা। সেইসঙ্গে বাংলাদেশে জিসিএম-এর সকল কার্যকলাপ বন্ধ ও বহিষ্কারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানানো হয়। গত ২৭ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সভায় সংগঠনের নেতৃবৃন্দ এসব আহবান জানান। সভায় আগামী ডিসেম্বরে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য জিসিএম-এর বার্ষিক সাধারণ সভার সামনে বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার নির্বাহী কমিটির এক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ডা: মুখলিছুর রহমান। সদস্য সচিব ড. আখতার সোবহান মাসরুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোস্তফা ফারুক, ইসহাক কাজল, নিসার আহমেদ, সৈয়দ এনাম, শাহরিয়ার বিন আলী, ড. রুমানা হাশেম, আব্দুল আজিজ ও এম. এ জামান প্রমুখ।