Share |

সিলেট জেলা এসোসিয়েশন পোর্টসমাউথ আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

লন্ডন, ২৩ অক্টোবর : সিলেট জেলা এসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজনের পর জাঁকজমকপূর্ণভাবে হয়ে গেলো ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গত ১৫ই অক্টোবর, রবিবার স্থানীয় উইম্বলডন পার্ক স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।  ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির মোট ৫৫টি টিম এতে অংশগ্রহণ করে।  তিনটি ক্যাটাগরিতে আয়োজিত এই টুর্ণামেন্টের এ-বি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় দোয়েল-রিহান জুটি (লন্ডন/পোর্টসমাউথ), রানার্সআপ হয় সোহান-রুহেল (লন্ডন), তৃতীয় স্থান লাভ করে বেন-ড্যান জুটি (পোর্টসমাউথ), চতুর্থ হয় বাজিল-আলতাফ (লন্ডন) জুটি। সি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মিসবাহ-জিতু জুটি (নিউপোর্ট), রানার্সআপ হয় ইমু-ইয়াসিন জুটি (ওয়ার্দিং/লন্ডন), তৃতীয় হয় ফয়জুল-খালেদ জুটি (ব্রিষ্টল/লন্ডন), চতুর্থ হয় রিহান-নাসির জুটি (পোর্টসমাউথ)। ডি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় আবুল হাসনাত-এন্থনী জুটি (পোর্টসমাউথ), রানার্সআপ হয় আলতাফ-জুনেদ জুটি (লন্ডন), তৃতীয় হয় সয়ফুল-বাদশা জুটি (পোর্টসমাউথ/লন্ডন), চতুর্থ হয় সাকিব-মিজান জুটি (পোর্টসমাউথ)।  সংগঠনের উপদেষ্টা সমুজ আলীর সৌজন্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খালেদ নজরুল, উপদেষ্টা আছাব আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, শাহেদ উদ্দীন, আব্দুল কাইয়ুম, নির্বাহ সদস্য সমির আলী, সালাউদ্দিন মিন্টু, ফরহাদ আল মাহমুদ, এ কে এম তারেক, দুলাল আহমেদ, তাহের আলম, সামসুল ইসলাম সহ কমিউনিটির বিশিষ্টজন।  টুর্নামেন্টকে উৎসবমুখর এবং সফল করে তোলায় আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়, স্পন্সর, দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি