Share |

১৫ অক্টোবর রোববার সংহতি গ্রন্থমেলা

লণ্ডন, ৯ অক্টোবর : আগামী ১৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে সংহতি গ্রন্থ মেলা। সংহতি সাহিত্য পরিষদ এ মেলার আয়োজন করেছে পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে। সংহতি গ্রন্থমেলা ২০১৭ চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। গ্রন্থমেলাকে ঘিরে থাকছে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা, গান এবং ২০১৭ সালে একুশে বই মেলায় প্রকাশিত বিলেত-প্রবাসী লেখকদের বইয়ের মোড়ক উন্মোচনসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।  মেলার উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিলেতে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলাভাষি বই, প্রকাশনা বিষয়ে জানার এবং লেখক-পাঠক মেলবন্ধনের সুযোগ করে দেয়াই গ্রন্থমেলার মূল লক্ষ্য। বাংলাভাষি লেখক, পাঠক, সংস্কৃতিকর্মী ও সংগঠকদের মেলায় অংশ গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি