Share |

লন্ডন আসছেন শেখ হাসিনা

 

পত্রিকা রিপোর্ট

লন্ডন, এপ্রিল : বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ এপ্রিল লন্ডনে আসছেন ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন তিনি ১৬ এপ্রিল সোমবার তিনি লন্ডনে এসে পৌছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে তিনি ২২ এপ্রিল পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় বক্তব্য দেবেন তিনি   ২২ এপ্রিল তাঁর ঢাকার উদ্দেশ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে 

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন আগমন উপলক্ষ্যে নড়েচড়ে উঠেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বিএনপির রাজনীতি দল দুটি পালটা-পালটি কর্মসূচির প্রস্তুতির ব্যাপক প্রস্তুতি নিচ্ছে 

যুক্তরাজ্য আওয়ামী লীগ ইতিমধ্যে কর্মীসভা করে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে  যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আওয়ামী  লীগের শাখা সংগঠনগুলো ২১ এপ্রিলের সমাবেশ সফল করতে প্রধামন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি সভা করেছে অন্যদিকে যুক্তরাজ্য বিএনপি প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেখানেই বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি লাগাতার বিক্ষোভের জন্য প্রস্তুত হতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে বাংলাদেশ হাইকমিশনও প্রধানমন্ত্রীর হোটেল বুকিং থেকে শুরু করে সবকিছুতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে বলে জানা গেছে