Share |

ইংলিশ ফুটবলের বর্ষসেরা সালাহ

 

লন্ডন, ২৩ এপ্রিল : ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) দেয়া পুরস্কারে খেলোয়াড়দের ভোটে কেভিন ডি ব্রুইন, হ্যারি কেন, লেরয় সানে, ডেভিড সিলভা ডেভিড ডি গিয়াকে পেছনে ফেলেন তিনি এর আগে প্রিমিয়ার লীগের বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সী সালাহ ২০১৭-১৮ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ২২ বছর বয়সী জার্মান উইঙ্গার লেরয় সানে লিভারপুলের সপ্তম প্রথম মিশরীয় হিসেবে পিএফএ বর্ষসেরা হলেন সালাহ গত মৌসুমে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে প্রিমিয়ার লীগে ৩৩ ম্যাচে ৩১ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী অ্যালান শেয়ারার, ক্রিস্টিয়ানো রোনালদো লুইস সুয়ারেজকে স্পর্শ করেছেন সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৪১ বার প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানসিটির বিপক্ষে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে - অ্যাগ্রিগেটের উড়ন্ত জয়ে দুই লেগেই গোল করেন ইউরোপ মাতানো মোহাম্মদ সালাহ