Share |

স্পেকট্রাম বাংলা রেডিওর দুই যুগ পূর্তি উদযাপন : ২৪ জনকে বিশেষ সম্মাননা

লন্ডন, ২৩ এপ্রিল:  বিগত ২৪ বছরের কার্যক্রম বিভিন্ন তথ্যসম্বলিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী আর ২৪ জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদানের মধ্যদিয়ে স্পেকট্রাম রেডিও প্রতিষ্ঠার দুই যুগ পালিত হয়েছে 

গত ১১ এপ্রিল বুধবার মে ফেয়ার ভেন্যুতে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে সবাইকে স্বাগত জানান মে-ফেয়ার ভেন্যুর পরিচালক ওয়াজিদ হাসান সেলিম, চেয়ারম্যান এম মতিন অনারারী ভাইস চেয়ারম্যান মানিক মিয়া 

রেডিও টিভি উপস্থাপক মিছবাহ জামালের পরিচালনায় আলোচনা পর্বে অংশ নেন রেডিও-টিভি প্রেজেন্টার রবি শর্মা, টাওয়ার হ্যামলেটস্ বারার সাবেক ডেপুটি লিডার রাজন জালাল উদ্দিন,  ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, রেডিওর ভাইস চেয়ারম্যান কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, বিসিএর সিনিওর ভাইস প্রেসিডেন্ট মুজাহিদ আলী চৌধুরী, সালেহা চৌধুরী, বিসিএ সাবেক প্রেসিডেন্ট ফ্রেন্ডস্ অব হার্ট ফাউন্ডেশন সিলেট-এর চেয়ারম্যান মাহমাদুর রশীদ আনিসা নাসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন, সাবেক সেক্রেটারি মোঃ মুজিবুর রহমান, নবীগঞ্জে নির্মাণাধীন এনায়েত খান ওমেন্স কলেজের প্রতিষ্ঠাতা এনায়েত খান, চ্যানেল এস জনপ্রিয় উপস্থাপক সায়েক সওদাগর, সাংবাদিক এম হান্নান, এখলাছুর রহমান পাক্কু প্রমুখ

অনুষ্ঠানে রেডিওর বিগত ২৪ বছরের কার্যক্রম বিভিন্ন তথ্যসম্বলিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন কবি আবদুল মুকিত মুখতার বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট যুক্তফ্রন্ট কনভেনার প্রফেসার একিউ এম বদরুদ্দোজা চৌধুরীও এক বার্তায় অনুষ্ঠানে শুভেচ্ছা জানান 

কমিউনিটিতে বিশেষ অবদান রাখার ক্ষেত্রে ২৪ জন ব্যক্তির হাতে বিশেষ সম্মাননা তুলে দেন রেডিওর পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর মিছবাহ জামাল, চেয়ারম্যান এম মতিন, ভাইস চেয়ারম্যানবৃন্দ মানিক মিয়া, কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম ওয়াজিদ হাসান সেলিম অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী আলাউর রহমান, আমীন রাজা, রুবাইয়াত জাহান, রাজা কাসেফ, সানজেম ফয়ছল (মিউজিক), অমিত, আসলাম চিনু সাউন্ডে ছিলেন শামসুল জাকি স্বপন 

প্রাইড অব এশিয়ার বিশেষ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন আয়োজকরা সংবাদ বিজ্ঞপ্তি