Share |

লন্ডনে হঠাৎ বেড়ে গেল গুলির ঘটনা

লন্ডন, ০৭ মে : লন্ডনে হঠাৎ করেই বেড়ে গেল গুলির ঘটনা। গত শুক্রবার থেকে রোববার মোট ৪টি পৃথক গুলির ঘটনা ঘটেছে। তরুণরা অপরাধ কর্মে যুক্ত হওয়ার হার বেড়ে যাওয়ার কারণে এসব ঘটনা ঘটেছে বলে ধারণা। নর্থ ওয়েস্ট লন্ডনে ১৩ ও ১৫ বছর বয়সী দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি। উভয় ঘটনাই রবিবার দুপুরে ঘটে। পুলিশ জানায় তারা স্থানীয় ওয়েস্টস্টোন হাই স্ট্রিট এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে।
এর কয়েক মিনিট পর একই রোড়ে ১৩ বছর বয়সী আরেক কিশোরকে উদ্ধার করে পুলিশ। তাদের উভয় মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় হয়। এ ঘটনায় পুলিশ রবিবার ৩৯ বছর বয়সী 
একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেয়া হয়।  এদিকে পৃথক আরেকটি ঘটনায় লুইশহামের নিউক্রস রোড়ে ২২ বছর আরেক যুবক গুলিতে আহত হয়েছে। তবে তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছে পুলিশ। 
এর আগে শুক্রবার দক্ষিণ লন্ডনের সাদাক এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ১৭ বছর বয়সী এক তরুণ।