Share |

আর্থিক অনিয়মের অভিযোগ : হিউম্যান অ্যাপিলের সিইও বরখাস্ত

লন্ডন, ১৪ মে : অর্থনৈতিক অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে ব্রিটিশ মুসলিম চ্যারিটি হিউম্যান অ্যাপিলের চীফ এক্সিকিউটিভ অফিসারকে বরখাস্ত করা হয়েছে।অর্থনৈতিক অনিয়মের মুখে ডিসিপ্লিনারি হিয়ারিং শেষে চলতি মাসে হিউম্যান আপিলের সিইও ওথমান মোকবালকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। একই সঙ্গে সংস্থার কমিউনিকেশন্স ডাইরেক্টর জাহিদ রাহমান এবং হেড অব ক্যাম্পেইন রেজাউল করিম পদত্যাগ করেছেন। অর্থনৈতিক অনিয়মের তদন্তের অংশ হিসেবে চীফ এক্সিকিউটিভ বরখাস্ত হলেও অর্থ চুরির কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে চ্যারিটির একজন মুখপত্র জানিয়েছেন।এদিকে, ওথমান মোকবালের আইনজীবি এক বিবৃতিতে জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে বরখাস্তের ঘটনায় হতবাক হয়েছেন মোকবাল। এই তদন্তকে হোয়াইট ওয়াশ উল্লেখ করে এর বিরুদ্ধে তিনি আইনী ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়েছে।ম্যানচেস্টারে হিউম্যান আপিল বিশ্বের প্রায় ২৪টি দেশে চ্যারিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সংস্থাটির দুর্বল প্রশাসন, ফান্ডের অর্থের হিসেবে অনিয়মসহ চ্যারিটি পলিসি ভঙ্গের অভিযোগে গত ১৮ এপ্রিল থেকে তদন্ত শুরু করেছে ইংল্যান্ডের চ্যারিটি কমিশন। তদন্ত শেষে পুর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে কমিশন।