Share |

বার্মিংহাম ক্রীড়া মেলা: ১ জুলাই কমিউনিটির সাথে মতবিনিময়

সাহিদুর রহমান সুহেল
১৭ জুন : বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে কর্তৃক আয়োজিত চতুর্থ ক্রীড়া মেলা-২০১৯-এর এক প্রস্তুতি সভা গত ১৬ জুন রোববার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পঞ্চখানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। সভা পরিচালনা করেন সাহিদুর রহমান সুহেল। এতে সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী ১ জুলাই সোমবার স্থানীয় মিষ্টিদেশ রেস্টুরেন্টে বেলা ১টায় ক্রীড়া মেলা নিয়ে বার্মিংহামে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হবে। ওই সভায় সংগঠনের পক্ষ থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।  রোববারের প্রস্তুতি সভায় ক্রীড়া মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীর বখত, স্বপ্না বেগম, ফাহিমা রহিম, জান্নাতুল চোধুরী তামান্না, সৈয়দা 
পারভীন লাভলী, জাহেদ আহমেদ, শামীম আহমদ, আব্দুল রহিম প্রমুখ। 
বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে চতুর্থবারের মতো পুরোনো দিনের খেলাধুলা ও সংস্কৃতি কর্মকাণ্ড নিয়ে হতে হতে যাচ্ছে এই ক্রীড়া মেলা। এতে থাকবে হাড়ি ভাঙ্গা, হাডুডু, মোরগের লড়াই, সুুই-সূঁতা দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, মিউজিক্যাল চেয়ার, দড়ি লাফ, লুডু, দৌড়, কানামাছিসহ ঐতিহ্যবাহী নানা খেলা। 
যেকোনো ধরণের তথ্য ও স্টল বুকিংয়ের জন্য ০৭৯৮৫২৫৬৩৯৫ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।