জয়া চৌধুরী। একজন ব্রিটিশ বাংলাদেশি। এক সময় জড়িয়ে পড়েছিলেন জঙ্গি জীবনে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) অধ্যুষিত সিরিয়ায়ও পাড়ি জমিয়েছিলেন। বিয়েও করেন এক আইএস যোদ্ধাকে। তাদের ঘরে জন্ম হয় চার সন্তানের। জঙ্গি জীবন থেকে বেরিয়ে আসা জয়া এখন বাস করছেন আমেরিকার টেক্সাসে।