Share |

শিক্ষানুরাগী : মো. আবদুল আজিজ চৌধুরীর ইন্তেকাল

লণ্ডন, ১১ এপ্রিল: বৃহত্তর বালাগঞ্জ উপজেলার কৃতি সন্তান, মো. আব্দুল আজিজ চৌধুরী (মাখন মিয়া) লণ্ডনের একটি হাসপাতালে গত ৫ এপ্রিল  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র  ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব রেখে গেছেন।
তিনি লণ্ডনের ফরেস্ট গেইট এলাকার বাসিন্দা ছিলেন। বাংলাদেশে তাঁর পৈতৃক নিবাস ছিলো সিলেট জেলার ওসমানিনগর উপজেলার নিজ বুরুঙ্গায়।
গত ৬ এপ্রিল ইস্ট লণ্ডন মসজিদে জানাজা শেষে তাঁকে পূর্বলণ্ডনের হেইন?ের গার্ডেন অব পীসে দাফন করা হয়েছে।
বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আবদুল আজিজ চৌধুরী প্রবাসী বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, বুরুঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বুরুঙ্গা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি