Share |

‘ক্যাম্ব্রিজ-টু-ইএলএম’ : ইস্ট লণ্ডন মসজিদের ‘রাইড ফর মস্ক’ ২৫ জুন

লণ্ডন, ৩০ মে: তরুণ সমাজের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও তহবিল সংগ্রহের লক্ষ্যে ইস্ট লণ্ডন মসজিদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ”রাইড ফর ইয়োর মস্ক” কর্মসূচি। আগামী ২৫ জুন শনিবার সকাল ৮টা-বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্ব্রিজ-লণ্ডন রুটে এই সাইকেল রাইড অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে নতুন এবং পুরাতন সকল সাইক্লিস্টকে আহবান জানানো হয়েছে। সাইকেল রাইডে অংশগ্রহণে আগ্রহীরা ২৫০ পাউণ্ড তহবিল সংগ্রহের লক্ষ্যে ২০ পাউণ্ড ফি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। এতে অংশগ্রহণকারি প্রত্যেককে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হবে। তাছাড়া সর্বোচ্চ তহবিল সংগ্রহকারির জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। ইস্ট লণ্ডন মসজিদের ওয়েবসাইট ভিজিট করে নাম রেজিস্ট্রি করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি