পত্রিকা ডেস্ক লণ্ডন, ১০ অক্টোবর: শীত আসছে। সেই সঙ্গে ইউরোপে বাড়ছে উদ্বেগ। করোনার নতুন ঢেউ শুরু হতে পারে ইউরোপজুড়ে। ইতিমধ্যে লক্ষণ দেখা দিতে শুরু করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকা নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, টিকার প্রতি উদাসীনতা ও টিকার ডোজ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। এবার গ্রীষ্মে অমিক্রনের বিএ.৪/৫ উপধরনটি সবচেয়ে বেশি ভুগিয়েছে। এখনো সবচেয়ে বেশি করোনা সংক্রমণের পেছনে এই উপধরনকেই দায়ী করা হচ্ছে। তবে করোনার অন্যান্য উপধরন থেকেও সংক্রমণ বাড়ছে। চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অমিক্রনের আরও বেশ কয়েকটি নতুন ধরন শনাক্ত করা হয়েছে। গত বুধবার (৫ অক্টোবর) পর্যন্ত তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে এক সপ্তাহে ১৫ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৮ শতাংশ বেশি। অবশ্য এ সময় করোনা পরীক্ষার হার ব্যাপক কমে গেছে। তবে বৈশ্বিক পর্যায়ে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। ৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেড়েছে ৩২ শতাংশ। যুক্তরাজ্যে বেড়েছে ৪৫ শতাংশ পর্যন্ত। গত সেপ্টেম্বরে করোনার অমিক্রন ধরন প্রতিরোধে টিকা উন্মুক্ত করা হয়েছে। তবে যুক্তরাজ্যে কেবল বিএ.১ উপধরনটির জন্য টিকাটি প্রয়োগের সবুজ সংকেত দেওয়া হয়েছে। করোনার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্?োমিটারসের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনা সংক্রমণ ৬২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৯ হাজার ৯৬২ জনের। করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে বিশ্বে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮ অক্টোবর পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ কোটি ৮৫ লাখ ২৩ হাজারের বেশি মানুষের। করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৮৭ হাজার ৬৫৫ জনের। এরপরই আছে ভারত। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ২ হাজার ৯৫৭ জনের আর মৃত্যু হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৭৭৮ জনের। ইউরোপের মধ্যে করোনা শনাক্তের দিক থেকে শীর্ষে রয়েছে ফ্রান্স, বিশ্বে তৃতীয়। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৩৫৭ জনের। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২২ জনের। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে সংস্থাটি।
আমাদের রাজনৈতিক আন্দোলনে ভাসানী এখনো প্রাসঙ্গিক
গাজীউল হাসান খান ♦ সামন্তবাদী কিংবা পুঁজিবাদী, আধিপত্যবাদী কিংবা উপনিবেশবাদী— যেখানেই যেকোনো ধরনের অপশাসন ও শোষণ দেখেছেন, সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধে গর্জে উঠেছেন আজন্ম সংগ্রামী মওলানা আবদুল হামিদ খান ভাসানী। খোলা তরবারির মতো ঝলসে উঠেছে তাঁর দুটি হাত। কণ্ঠে উচ্চারিত...