পত্রিকা প্রদিবেদন
লণ্ডন, ২৭শে মার্চ: স্কটল্যাণ্ডের ফার্স্ট মিনিস্টার হতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) এই নেতা ৫২% শতাংশ ভোট পেয়ে স্কটল্যাণ্ডের প্রথম মুসলিম হিশেবে এই শীর্ষ দায়িত্ব পেতে যাচ্ছেন। সদ্য প্রধানমন্ত্রীর পদত্যাগ করা নিকোলা স্টারজনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
উল্লেখ্য, স্কটল্যাণ্ডে প্রায় ৭৫ হাজার মুসলিম বসবাস করেন। তাদের মধ্যে ৪০ শতাংশের বসবাস গøাসগো শহরে। দেশটিতে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। স্কটল্যাণ্ডে প্রায় ৩০টির মতো মসজিদ রয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ ১৯৬২ সালে সপরিবারে স্কটল্যাণ্ডের গøাসগোতে পাড়ি জমান। ২০২১ সাল থেকে স্বাস্থ্য ও সমাজসেবা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছিলেন স্কটিশ সরকারের প্রথম অশ্বেতাঙ্গ মন্ত্রী। ২০১৬ সালে স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সদস্য হিসেবে গøাসগো পোলোকের স্কটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন তিনি।