বাম থেকে উপরে মেয়র আবদুল হারিদ, ডেপুটি মেয়র আমিরুল ইসলাম, মেয়র নাজমা বেগম, মেয়র মো. আতিক হক,
মেয়র জোৎস্না ইসলাম, নীচে বাম থেকে স্পীকার জাহেদ চৌধুরী, ডেপুটি মেয়র সেলিম চৌধুরী, ডেপুটি স্পীকার সাইফ উদ্দিন খালেদ ও স্পীকার রহিমা বেগম।
পত্রিকা প্রতিবেদন:
লণ্ডন, ২২ মে: যুক্তরাজ্যে মূলধারার রাজনীতিতে বাংলাদেশী বংশোদ্ভ‚তদের সক্রিয় ভ‚মিকা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় গত বছর দেশজুড়ে স্থানীয় কাউন্সিল নির্বাচনে প্রায় দেড় শতাধিক কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। এ বছর একাধিক কাউন্সিলে এদের অনেকেই বারার মেয়র, ডেপুটি মেয়র এবং সমমর্যাদার (স্পীকার ও ডেপুটি স্পীকার) সম্মানজনক পদে নির্বাচিত হয়েছেন। এ বছর যুক্তরাজ্যে সবচেয়ে বেশী বাংলাদেশী বংশোদ্ভ‚ত অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসে স্পীকার হয়েছেন কাউন্সিলার জাহেদ চৌধুরী এবং ডেপুটি স্পীকার হয়েছেন কাউন্সিলার সাইফউদ্দিন খালেদ। তারা দুজনই মেয়র লুতফুর রহমানের নেতৃত্বাধীন এসপায়ার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলার।
আর পার্শ্ববর্তী রেডব্রীজ কাউন্সিলে মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলার জোৎস্না ইসলাম, কেমডেন থেকে নাজমা রহমান, সেলসবারি থেকে আতিক হক, কারলাইলে মোহাম্মাদ আবদুল হারিদ। এছাড়া ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন হ্যারো কাউন্সিল থেকে কাউন্সিলার সেলিম চৌধুরী ও এনফিল্ড থেকে কাউন্সিলার আমিরুল ইসলাম।
স্পীকার জাহেদ চৌধুরী টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন কাউন্সিলার জাহেদ চৌধুরী। বারার ল্যান্সবারী ওয়ার্ডের আসপায়ার পার্টির কাউন্সিলার জাহেদ একজন রাজনীতিক ও কমিউনিটি একটিভিস্ট হিসেবে সুপরিচিত। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমানের নেতৃত্বাধীন কাউন্সিলের এই মেয়াদের দ্বিতীয় স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন তিনি। জাহেদ চৌধুরী আসপায়ার পার্টির ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ১৭ মে বুধবার টাউন হলের চেম্বারে কাউন্সিলের এজিএম-এ তাকে বারার স্পীকার নির্বাচিত করা হয়।
মেয়র জোৎস্না রহমান ইসলাম কাউন্সিলার জোৎস্না রহমান ইসলাম রেডব্রীজ কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টির প্রার্থী হিসাবে আল্ড বরাহ ওয়ার্ড থেকে কাউন্সিলার নির্বাচিত হন। গত মেয়াদে তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন। লেবার পার্টি রেডব্রীজের তিনি ভাইস চেয়ারপার্সন। মেয়র নাজমা রহমান নাজমা রহমান সম্প্রতি লন্ডনের কেমডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসাবে ওয়েস্ট হ্যামস্টীড থেকে নির্বাচিত কাউন্সিলার। গত মেয়াদে তিনি ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। গত ১৮ মে বৃহস্পতিবার তিনি মেয়র হিশেবে নুতন দায়িত্ব লাভ করেন। নাজমা রহমান পেশায় একজন পুষ্টিবিদ। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক।
মেয়র আতিক হক সেলসবারি সিটি কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলার আতিক হক। গত ১৩ মে কাউন্সিলের সভায় তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়। আতিক হক সেলসবারি সিটি কাউন্সিলের সেন্ট এডমান্টস ওয়ার্ড থেকে নির্বাচিত কনর্জাভেটিভ পার্টির কাউন্সিলার।
মেয়র আবদুল হারিদ কাউন্সিলার আবদুল হারিদ গত ১১ মে কার্লাইলে কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বেইল ভিউ ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলার। তিনি লেবার পার্টির মনোনীত কাউন্সিলার প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করে জয়ী হন।
ডেপুটি মেয়র সেলিম চৌধুরী কাউন্সিলার সেলিম চৌধুরীকে সম্প্রতি লন্ডনের হ্যারো কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়েছে। তিনি হ্যারো কাউন্সিলের সেনটোনারি ওয়ার্ড থেকে কনর্জাভেটিভ পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলার।
ডেপুটি স্পীকার সাইফুদ্দিন খালেদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ব্রমলি নর্থ ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলার সাইফউদ্দিন খালেদকে গত ১৭ মে বুধবার টাউন হলের চেম্বারে অনুষ্ঠিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পূর্ণাঙ্গ সভায় বারার ডেপুটি স্পীকার নির্বাচিত করা হয়।
ডেপুটি মেয়র আমিরুল ইসলাম গত ১০ মে মঙ্গলবার লণ্ডনের এনফিল্ড কাউন্সিলের বার্ষিক সভায় কাউন্সিলার আমিরুল ইসলামকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।
গত ২২ মে পূর্ব স্টার্ট ফোর্ড টাউন হলে নিউ হোম সিটি কাউন্সিলের স্পিকার হিসাবে দায়িত্ব নেন কাউন্সিলর রহিমা রহমান। তিনি ২০০৬ সাল থেকে নিউহ্যাম কাউন্সিলে লেবার দলীয় কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই বারায় ৬৬ জন কাউন্সিলর এর মধ্যে ১২ জন ব্রিটিশ বাঙালি। এরমধ্যে ১০ জন ব্রিটিশ বাংলাদেশী ও দুইজন ব্রিটিশ ভারতীয়। তিনি নবীগঞ্জের সন্তান।