সারওয়ার-ই আলম ♦
লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক শিক্ষার্থী রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লালনগীতি, দেশাত্মবোধক, ভাটিয়ালি, পল্লীগীতি ও জনপ্রিয় আধুনিক গান পরিবেশন করবেন। বিভিন্ন ধরণের বাংলা গান পরিবেশনের মাধ্যমে দর্শকদেরকে একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সুরালয়ের প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য সঙ্গীতশিল্পী গৌরী চৌধুরী।
উল্লেখ্য, বিলেতে জন্ম ও বেড়ে ওঠা ব্রিটিশ-বাংলাদেশী প্রজন্মকে বাংলা গান শেখানোর মাধ্যমে তাদের সঙ্গে বাঙালি সংস্কৃতির সংযোগ নির্মাণের প্রয়াসে ২০১০ সালে মাত্র সাতজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে সুরালয়। বর্তমানে তিনটি গ্রুপে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ষাট জন। প্রতিষ্ঠার পর থেকে গত ১৪ বছরে বহু সীমাবদ্ধতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি আজ বাংলাদেশী কমিউনিটিতে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। অভিভাবক ও শিশু-কিশোরদের কাছে সুরালয় বাংলা গান শেখার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। সুরালয়ের শিশুশিল্পীরা ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ লাইব্রেরি, বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশন এবং বিভিন্ন বাংলা টেলিভিশন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। সুরালয়ের এই অগ্রযাত্রা সম্পর্কে গৌরী চৌধুরী বলেন, বিলেতে জন্ম ও বেড়ে ওঠা শিশু-কিশোরদেরকে বাংলা গান শেখাতে গিয়ে আমরা তাদেরকে শুধু সঙ্গীতের শাস্ত্রীয় দিকটাই শিক্ষা দিই না, তাদেরকে শুদ্ধ উচ্চারণে বাংলায় কথা বলাও শেখাই। ফলে বিভিন্ন অনুষ্ঠানে সুরালয়ের শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে একদিকে যেমন নিজেদের জন্য সুনাম বয়ে আনছে, অন্যদিকে সুরালয়ের জন্য বয়ে আনছে গৌরব । মাত্র ৭ জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে তিনটি গ্রুপে আমাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ষাট জন। ১৪ বছরের পথ-পরিক্রমায় একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি নি:সন্দেহে গৌরবের। আমি বিশ্বাস করি এই গৌরব আমাদের বাংলাদেশী কমিউনিটির অভিভাবকদের এবং সুরালয়ের অধ্যবসায়ী শিক্ষার্থীদের।
গৌরী চৌধুরী ২৮শে জুন অনুষ্ঠিতব্য সুরালয়ের সঙ্গীত উৎসবকে পরিবার-পরিজন নিয়ে উপভোগ করে সুরালয়ের শিক্ষার্থীদেরকে আশীর্বাদ করার জন্য কমিউনিটির সঙ্গীতানুরাগীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।