আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

কমিউনিটি

লণ্ডনে চট্টগ্রামবাসীর মেজবানে হাজারো মানুষের ভোজনবিলাস

১৪ অক্টোবর ২০২২ ৪:২৭ অপরাহ্ণ | কমিউনিটি

পত্রিকা প্রতিবেদন, লণ্ডন, ১০ অক্টোবর: সাদা ভাত, গরুর মাংস, কলাই ডাল-এই তিনের গণভোজ উৎসব হলো মেজবান। তবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান যুক্তরাজ্যে এসে পেয়েছে ভিন্নমাত্রা। কেবল খাবারে বৈচিত্র নয়; আয়োজনের ভিন্নতা আর সাংস্কৃতিক পরিবেশনা মেজবানকে করে তুলেছে আরও উপভোগ্য। প্রবাসে প্রিয়জনদের নিয়ে আনন্দঘন একটি দিন কাটানোরও উপলক্ষ এটি। সে কারণেই বছর বছর লণ্ডনে মেজবানের কদর ও জনপ্রিয়তা বেড়েই চলেছে। গত রোববার পূর্ব লণ্ডনের সুপরিসর ম্যাফেয়ার বেঙ্কুয়েটিং হলের মেজবানে ছিলো হাজারো মানুষের উপচেপড়া ভিড়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার- পরিজন নিয়ে হাজির হয়েছেন অনেকেই। পারস্পরিক দেখা-সাক্ষাত ও কুশল বিনিময়ের পাশাপাশি চলেছে ভোজন উৎসব। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছে খাবারের জন্য। একজন খাচ্ছেন তো আরেকজন চেয়ার দখলের জন্য পেছনে দাঁড়িয়ে। খাবারের জন্য এমন অপেক্ষার দৃশ্য দেখে কবি হামিদ মোহাম্মদ কৌতুহল সামলাতে না পেরে প্রশ্ন করেই বসেন, খাবারের জন্য এমন করছে কেন এরা? সেখানে ক্রাউড কন্ট্রোলের দায়িত্বে থাকা একজন তাঁকে আশ্বস্ত করে বললেন, এটাই চট্টগ্রামের মেজবানের ঐতিহ্য। কারণ এটি হাজার হাজার মানুষের ভোজ উৎসব। আদর-আপ্যায়ন করে বসিয়ে খাওয়ানোর সুযোগ এখানে নেই। ফলে সবাই চেয়ার দখলের চেষ্টায় থাকে। গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন ইউকে এই মেজবানের আয়োজন করে। এটি ছিলো তাদের চতুর্থ মেজবানীর আয়োজন। এবার মোট সাড়ে ৩ হাজার লোকের জন্য খাবারের আয়োজন ছিলো। কিন্তু শেষ পর্যন্ত তা ৪ হাজার ছাড়িয়ে যায়। খাবার পরিবেশনের পাশাপাশি নিয়মিত রান্নার ব্যবস্থা থাকায় কাউকেই খালি মুখে ফিরতে হয়নি। সকাল ১২টা থেকে শুরু রাত ১০টা পর্যন্ত চলে এই ভোজ উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা। এবারের আয়োজনে মঞ্চে বিশেষ আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড। এ সময় সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে লাইফ টাইম এচিভম্যান্ট অ্যাওয়ার্ড প্রদানসহ মোট ৮ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজনের শুরুতে মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের চেয়ারম্যান ইসহাক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি মোহাম্মদ কায়সার। সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, ২০১৩ সালে গ্রেটার চিটাগাং এসোসিয়েশন আত“প্রকাশ করে। ২০১৪ সালেই তাঁরা প্রথমবারের মত যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐহিত্যবাহী মেজবানীর আয়োজন করেন। এরপর ২০১৫ ও ২০১৮ সালে মেজবানীর আয়োজন করা হয়। তিনি বলেন, বছর বছর মেজবানীর জনপ্রিয়তা বৃদ্ধির
কারণে এবার আরও বড় পরিসরে এ আয়োজন করা হয়েছে। সংগঠনের এই নেতা বলেন, মেজবান চট্টগ্রামবাসীর শত বছরের ঐতিহ্য। তিনি বলেন, যুক্তরাজ্যে চট্টগ্রামবাসীর পাশাপাশি অন্যান্য জেলার লোকদের কাছেও মেজবান এখন জনপ্রিয় অনুষ্ঠান। আমরা সারা বিশ্বে এই ঐতিহ্যকে তুলে ধরতে চাই। মঞ্চে বিভিন্ন পর্বের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, লুনা তানজিলা, নূরুন্নবী আলী, মাসুদুর রহমান, ওসমান ফয়সাল, এন এ চৌধুরী টিংকু, মোস্তফা সাঈদ ও শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, সেলিমুল হক, মীর রাশেদ আহমেদ, আরশাদ মালেক, রাজ্জাকুল হায়দার বাপ্পী, আবু নাসের, আলী রেজা, শওকত মাহমুদ টিপু, চৌধুরী জিন্নাত আলী, আক্তারুল আলম, হাসান আনোয়ার, সাজ্জাদুল ইসলাম, মোবারক হোসেন টিটু ও হেফাজুল করিম রাকিব প্রমুখ। দিনব্যাপী এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন বিলেতের জনপ্রিয় শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন সৌমেন অধিকারী, লাবনী বড়ুয়া, রুবা হোসেন, সাইদা তানি, অমিত দে, লণ্ডনের জেমস খ্যাত রাজ হাসান, তাহমিনা শিফু, আখতারুল আলম, ডাঃ রুবেল সাজিদ, শ্রেয়সী দাস, ব্যাণ্ড প্যান্টাটোনিক ও নাচের দল তাল তরঙ্গ। সবশেষে শেষে ছিলো আকর্ষণীয় র‌্যাফল ড্র।

আরও কমিউনিটি সংবাদ

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

লণ্ডন, ১৭ জুন: ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ৬ জুলাই। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের উদ্যোগে ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এই উৎসবের। উৎসবকে সামনে রেখে গত শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত...

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

লণ্ডন, ১৭ জুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইংল্যাণ্ডের উত্তর-পশ্চিমান্ঞ্চলের বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব ৭১‘। বইটি লিখেছেন এজহিল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার তাসলিম শাকুর এবং ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা তরুণ প্রজন্মের লেখিকা শবনম আহসান।...

আরও পড়ুন »

 

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...