যুক্তরাজ্যে কমেছে খ্রিস্টান, বেড়েছে মুসলিম
পত্রিকা ডেস্ক
লণ্ডন, ০৫ ডিসেম্বর: ইংল্যাণ্ড ও ওয়েলসে প্রথমবারের মতো মোট জনসংখ্যার শতকরা ৫০ ভাগেরও কম অর্থাৎ অর্ধেকের নিচে নেমে এসেছে খ্রিস্টানদের সংখ্যা। অন্যদিকে বৃদ্ধি পেয়েছে মুসলিম ও হিন্দুদের সংখ্যা। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স গত সপ্তাহে আদমশুমারী- ২০২১-এর এই তথ্য প্রকাশ করে।
পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২০২১ সালে ইংল্যাণ্ড ও ওয়েলসের শতকরা ৪৬ দশমিক ২ ভাগ মানুষ অর্থাৎ ২ কোটি ৭৫ লাখ মানুষ নিজেদেরকে খ্রিস্টান হিসেবে পরিচয় দিয়েছেন। ২০১১ সালে এই হার ছিল শতকরা ৫৯ দশমিক ৩ ভাগ বা ৩ কোটি ৩৩ লাখ। অর্থাৎ এ সময়ে খ্রিস্টানদের সংখ্যা কমেছে শতকরা ১৩ দশমিক ১ শতাংশ। ধর্ম বিশ্বাসের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম অবস্থানে আছে ধর্মে অবিশ্বাসীরা। ৩৭ দশমিক ২ শতাংশ লোক জানিয়েছে তারা কোনো ধর্মে বিশ্বাস করে না। এক দশক আগে এই সংখ্যা ছিল ২৫ দশমিক ২ শতাংশ। অর্থ্যাত এক দশকের ব্যবধানে ইংল্যাণ্ড এবং ওয়েলসে ধর্মে বিশ্বাস নেই এমন মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ। সংখ্যার হিসাবে তা ১ কোটি ৪১ লাখ থেকে বেড়ে হয়েছে ২ কোটি ২২ লাখ। নিজেদেরকে যারা মুসলিম দাবি করেন ২০১১ সালে তাদের সংখ্যা ছিল মোট জনগোষ্ঠীর ৪ দশমিক ৯ শতাংশ। ১০ বছর সময়ে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। সংখ্যার হিসাবে ইংল্যান্ড এবং ওয়েলসে ১০ বছরে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ২৭ লাখ থেকে বেড়ে হয়েছে প্রায় ৩৯ লাখ। অন্যদিকে হিন্দুদের সংখ্যা ২০১১ সালে ছিলো ১ দশমিক ৫ শতাংশ। ২০২১ সালের আদমশুমারীতে দেখা গেছে হিন্দুদের সংখ্যা বেড়ে হয়েছে মোট জনগোষ্ঠীর ১ দশমিক ৭ শতাংশ, যা প্রায় ১০ লাখ ৪০ হাজার। শিখ জনগোষ্ঠী ২০১১ সালের শতকরা শূণ্য দশমিক ৮ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতকরা শূণ্য দশমিক ৯ ভাগে, যা প্রায় ৫ লাখ ২৫ হাজার। বৌদ্ধদের সংখ্যা শতকরা শূণ্য দশমিক ৪ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে শূণ্য দশমিক ৫ ভাগে, যা প্রায় ২ লাখ ৭৫ হাজার। ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা কমে হয়েছে শূণ্য দশমিক ৫ শতাংশ, যা প্রায় ২ লাখ ৭২ হাজার। পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে যুক্তরাজ্যের জনসংখ্যা প্রায় ৭ মিলিয়ন বেড়ে হয়েছে ৬৭ দশমিক ৩৩ মিলিয়ন বা ৬ কোটি ৭০ লাখ।