শেখ মুজিব রিসার্চ সেন্টার ইউকে ও শহীদ সুলেমান স্মৃতি সংসদ ইউকের আয়োজন
লণ্ডন, ১৩ ডিসেম্বর: প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক মরহুম আব্দুল গাফফার চৌধুরীর লেখা দুটি গানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে?গেলো পূর্ব লণ্ডনে। গান দুটির একটি প্রয়াত কন্যা বিনিতা চৌধুরীর মৃত্যুশোকে লেখা ‘মা তুই আমারে একলা ফেলে কোথায় চলে গেলি’, আর অপর গানটি সিলেটের মুক্তিযোদ্ধা শহীন সোলেমানকে নিয়ে লেখা ‘সালাম তোমায় হে বীর যোদ্ধা, হে শহীদ সোলেমান’।
গত ১১ ডিসেম্বর রোববার পূর্ব লণ্ডনের ব্যাডি আর্ট সেন্টারে আনুষ্ঠানিকভাবে গান দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গান দুটি গেয়ে শোনান শিল্পী শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ তৃপ্তি চক্রবর্তী। এতে উর্মি মাযহারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বেশ কয়েকটি গান পরিবেশন করেন তৃপ্তি চক্রবর্তী। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন।
‘মা তুই আমারে একলা ফেলে কোথায় চলে গেলি’ গানটি মেয়ে বিনিতা চৌধুরীকে নিয়ে লিখেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। উল্লেখ্য, চলতি বছরের ১৩ এপ্রিল দুরারোগ্য রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন বিনিতা চৌধুরী। এর মাসখানেকের মাথায় ১৯ মে চিরবিদায় নেন আব্দুল গাফফার চৌধুরী। বিনিতা চৌধুরীর মৃত্যুর পরপরই মেয়ের মৃত্যুশোকে কাতর আব্দুল গাফফার চৌধুরী হাসাপাতালের বিছানায় শুয়ে হারানো মেয়েকে নিয়ে একটি মর্মস্পর্শী গীতি কবিতা লেখেন। আর অপর গানটি শহীদ সুলেমানকে নিয়ে আব্দুল গাফফার চৌধুরীর ২০০৪ সালে লেখা একটি কবিতায় সুর দিয়ে করা।
শেখ মুজিব রিসার্চ সেন্টার ইউকের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ ও তৃপ্তি চক্রবর্তীর তত্ত্বাবধানে এই দুটি গানের সুর সন্ধানের কাজ করেন। ‘সালাম তোমায় হে বীর যোদ্ধা, হে শহীদ সোলেমান’ গানটির সুর করেছেন মুক্তিযোদ্ধা ও শিল্পী শামসুল হুদা। গানটিতে কণ্ঠ দিয়েছেন শামসুল হুদা (সুরকার নিজে) ও তৃপ্তি চক্রবর্তী। কোরাসে অংশ নিয়েছেন সেলিনা আলম, মোমিন হোসেন, কৌসিক দে ও সৌমিক দে। এ গানটির প্রযোজনা করেছে শহীদ সুলেমান স্মৃতি সংসদ ইউকে। আর আব্দুল গাফফার চৌধুরীর মেয়ে বিনিতা চৌধুরীকে নিয়ে লেখা ‘মা তুই আমারে একলা ফেলে কোথায় চলে গেলি’ গানটির সুর করেছেন শাস্ত্রীয় সংগীতজ্ঞ বাদল প্রামাণিক। এ গানের শিল্পী তৃপ্তি চক্রবর্তী ও সুরকার বাদল প্রামাণিক নিজেই। গানটির তথ্যসূত্র সংগ্রহ, গবেষণা ও পরিকল্পনা করেছেন মোহাম্মদ আজিজ ও তৃপ্তি চক্রবর্তী। এ গানের প্রযোজনা করেছে ‘শেখ মুজিব রিসার্চ সেন্টার ইউকে’। অনুষ্ঠানে আব্দুল গাফ্ফার চৌধুরীর গানে অবদান রাখার জন্য মাহমুদ হাসান ও মোহাম্মদ এমাদুল হক চৌধুরী দুই শিল্পী হিমাংশু গোস্বামী ও তৃপ্তি চক্রবর্তীকে সম্মাননা তুলে দেন। এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ প্রয়াত আব্দুল গাফ্ফার চৌধুরীর জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনায় কীবোর্ড, সাউণ্ড সিস্টেম, গীটার ও তবলা সংগত করেন তন্ময়, রিয়াদ, পিয়াস এবং অনুষ্ঠানের ভিডিও-ধারনে ছিলেন ফজলুল হক।