পত্রিকা ডেস্ক
লণ্ডন, ১৫ মে: মাঙ্কি ডাস্ট নামে একটি মাদক দুশ্চিন্তার কারণ হয়েছে যুক্তরাজ্যে। এ মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করছে দেশটির তরুণ সমাজ। মাদকটি সেবন করে তাদের কেউ ভবন থেকে লাফিয়ে পড়ছে, কেউ আবার চিবিয়ে কাচের গøাস খাওয়ার চেষ্টা করছে। ভয়ংকর এই মাদকটিকে ক্ষতির দিক থেকে এ-ক্লাস (প্রথম সারির) হিসেবে চি?িত করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। এমনটি করা হলে এই মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের যাবজ্জীবন সাজা হতে পারে। ১১ মে বৃহস্পতিবার দ্য ইণ্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মাদকটি সেবন করলে হেলুসিনেশনের পাশাপাশি ছিটগ্রস্ত হয়ে পড়ে মানুষ। শুধু তাই নয়, নিজেকে হাল্কের মতো শক্তিশালী ভাবতে শুরু করে তারা। মাদকটি ইংল্যাণ্ডের স্টোক-অন-ট্রেন্ট এবং স্টাফোর্ডশায়ারে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। এক ঘটনায় দেখা গেছে, স্ট্যাফোর্ডশায়ার কাউন্টির বার্টন এলাকায় মাঙ্কি ডাস্ট সেবন করে দেওয়াল বেয়ে একটি ভবন ছাদে ওঠেন এক ব্যক্তি। পরে তিনি সেখান থেকে নিচে থাকা একটি গাড়ির ওপর লাফিয়ে পড়েন এবং পুলিশ অফিসারদের সঙ্গে হাতাহাতি শুরু করেন। অনেক উঁচু থেকে লাফিয়ে পড়লেও ওই ব্যক্তির মধ্যে ব্যথার কোনো অনুভূতিই ছিল না। এ অবস্থায় যুক্তরাজ্যের জরুরি পরিষেবাগুলো এই মাদকের বিস্তারকে একটি মহামারির সঙ্গে তুলনা করছে। এই মাদকের বিষয়ে দেশটির অপরাধ এবং পুলিশিং মন্ত্রী ক্রিস ফিল্প বলেন, ‘এই সিনথেটিক মাদক বহু জীবন, পরিবার এবং মহল্লা ধ্বংস করে দিচ্ছে। ল্যাবে তৈরি করা এই মাদককে অবশ্যই আমাদের মোকাবিলা করতে হবে।’ স্টাফোর্ডশায়ারের পুলিশ প্রধান রব হেসেল বলেছেন, ‘আমরা এই সিনথেটিক মাদককে এ শ্রেণিভুক্ত করার বিষয়টিকে সমর্থন করছি। এমনটি করা হলে এর ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে।’ হেসেল মনে করেন, এ শ্রেণিভুক্ত করলে এই মাদকটি মানুষের হাতে পৌঁছানো কঠিন হয়ে যাবে। ০০০০০০০০০ টিএণ্ডটি কনসালটেন্ট ও নেক্সট স্টেইজ-এর উদ্যোগ মাইল এণ্ড স্টেডিয়ামে ঈদমেলা ৯ই জুলাই পত্রিকা প্রতিবেদন লণ্ডন, ১৫ মে: পূর্ব লণ্ডনের মাইল এণ্ড স্টেডিয়ামে খোলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জুলাই মাসে ঈদমেলা। গত ১১ মে পূর্ব লণ্ডনের অবস্থিত লণ্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উদ্যোক্তা সংগঠনের নেক্সট স্টেইজের কর্ণধার আবদুল্লাহ মাহমুদ ও টিএণ্ডটি কনসালটেন্টের পক্ষে ইফতি আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আবদুল্লাহ মাহমুদ। তিনি বলেন, আগামী ঈদুল আজহার পর ৯ জুলাই রোববার অনুষ্ঠিত হবে দিনব্যাপী ঈদমেলা। চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। থাকবে বাঙালির সংস্কৃতির হৃদয়গ্রাহী নানা উপস্থাপনা। এতে অংশ নিবেন বাংলাদেশী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। থাকবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী, আধুনিক ও জনপ্রিয় ব্যাণ্ড শিল্পীরা। অন্যান্য দেশ থেকেও আসবেন স্বনামধন্য শিল্পীবৃন্দ। পরিবেশিত হবে ফ্যাশন শো, থাকবে হালকা খাবারের শতাধিক রকমারি স্টল। থাকবে শিশু-কিশোরদের জন্য নানা খেলনার ব্যবস্থা। এ আয়োজনে আয়োজনে বিশ থেকে পঁচিশ হাজার শ্রোতা ও দর্শক উপস্থিত থাকবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ মাধ্যম ও বাঙালি কমিউনিটির সমর্থন আশা করে তিনি বলেন, আপনারা আমাদের এ আয়োজনকে সার্থক করে তুলতে সহযোগিতা আমরা আন্তরিকভাবে কামনা করছি। তিনি বলেন, এই মেলার মাধ্যমে আমরা এদেশে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীলতা তুলে ধরতে চাই। আমাদের পথচলায় আপনারাও সাথী, আপনারাও অংশীদার। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনে প্রচার এবং সহযাত্রী হিসাবে অংশীদার থাকছে বাংলা সংবাদপত্র ও রেডিও এবং বাঙালি মালিকানাধীন বাংলা টেলিভিশনসহ বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান। কোনো টিকেট ছাড়াই সারাদিন উপভোগ করা যাবে পরিবারসহ বন্ধুবান্ধবকে নিয়ে আমাদের সব আয়োজন। শুধু আমাদের একটি চাওয়া থাকবে শৃঙ্খলা বজায় রাখা, যাতে বাঙালি হিসাবে আরেকটি উদাহরণ সৃষ্টি করতে পারি যে, আমরা বীরের জাতি, আমরা সুশৃঙ্খল জাতি। লিখিত বক্তব্য পরিবেশনের পর টিএণ্ডটি কনসালটেন্টের কর্ণধার ইফতি আহমদ বলেন, টিএণ্ডটি একটি স্টুডেন্ট বিষয়ক কনসালটেন্ট। তিনি জানান, ব্রিটেনের বেশ ক’টি বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ ও বিভিন্ন দেশের শিক্ষার্থী ভর্তি ও অধ্যয়নের নানা সমস্যা সমাধানে সহযোগিতা করে থাকে এ প্রতিষ্ঠানটি। এই ঈদমেলায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংশ্লিষ্ট তথ্য নিয়ে?উপস্থিত থাকবে। তারা মেলায় উপস্থিত যে কোনো বয়সের অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন। তিনি বলেন, তরুণ সমাজকে শিক্ষা ও সুস্থ সংস্কৃতি চর্চায় আগ্রহী করতে ঈদমেলার অংশীদার হয়েছি। আমার বিশ্বাস, সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার প্রতি মানুষের সংযোগ তৈরি হবে। এতে আপনাদের সহযোগিতা চাই। মেলা আয়োজন কমিটির দশ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ নাজিম উদ্দিন বলেন, ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্মকে সংযুক্ত করার জন্য ঈদমেলা হবে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক উপস্থাপনা। এতে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ লাভে সহায়তা দিতে ও নানা সমস্যা সমাধানে টিএণ্ডটি কনসালটেন্ট নিয়ে আসছে একটি প্যাকেজ যা সহজতর করবে মেলায় উপস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন নতুন ধারণাসমূহ। উপকৃত হবেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন টিএণ্ডটি কনসালটেন্টের মার্কেটিং ডিরেক্টর চার্লি কসোমবো। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।