সংবাদ

হেনরি কিসিঞ্জারের লজ্জিত হওয়া উচিত

৩০ মে ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ | সংবাদ

পত্রিকা ডেস্ক:

লণ্ডন, ২৯ মে: বিশ্বের বড় অংশের চোখেই হেনরি কিসিঞ্জার একজন যুদ্ধাপরাধী। তবে এখনো যুক্তরাষ্ট্রে তাঁকে ঘিরে থাকা ক্ষমতাবৃত্তের বন্ধুরা তাঁকে গণ্য করেন একজন যশস্বী বুদ্ধিজীবী হিসেবে।

২৭ মে ১০০ বছর পূর্ণ করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার। তবে এ পর্যন্ত তাঁকে তাঁর কৃতকর্মের জন্য বৈরী পরিস্থিতির মুখে পড়তে হয়নি। যদিও এখন অনেক ভাষ্যকারই তাঁর ‘নিপীড়নমূলক ও প্রাণঘাতী কৃতকর্ম’ নিয়ে মুখ খুলছেন, তবে দশকের পর দশক ধরে তিনি রাজনীতি ও মিডিয়া মহলে উচ্চকিত প্রশংসাই পেয়ে আসছেন।

নাৎসি জার্মানি থেকে পালিয়ে আসা এক ইহুদি শরণার্থী কিশোর বিশ্বের বুকে সবচেয়ে শক্তিশালী অবস্থানে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলান। দুই প্রেসিডেন্ট-রিচার্ড নিক্সন ও জেরা? ফোর্ডের সঙ্গে কাজ করা কিসিঞ্জার এক অর্থে অনুকরণীয় ব্যক্তিত্ব হয়েই ওঠেন।

তরুণ কূটনীতি কিসিঞ্জার ‘নিক্সন প্রশাসনের যৌনতার প্রতীক’ হিসেবে পরিচিত পেয়েছিলেন। তথ্যপ্রমাণ বলছে, ১৯৬৯ সালে ওয়াশিংটনে হোমরাচোমরা ব্যক্তিদের একটি পার্টিতে হাজির হন কিসিঞ্জার। তাঁর কাছে ছিল ‘টপ সিক্রেট’ বা সর্বাধিক গোপনীয় লেখা একটি খাম। পার্টিতে আগত অন্য অতিথিরা বিষয়টি নিয়ে কৌতূহল দমন করতে পারছিলেন না। তাঁদের প্রশ্নের জবাবে কিসিঞ্জার ঠাট্টাচ্ছলে বলেন, খামের ভেতর রয়েছে প্লেবয় ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণ। (মার্কিন প্রকাশক হিউ হাফনার পরে নিশ্চিত করেছিলেন, কিসিঞ্জার প্লেবয় ম্যাগাজিন বিনা পয়সায় পেতেন।)

আসলে ওই খামের ভেতর ছিল প্রেসিডেন্ট নিক্সনের একটি বক্তব্যের খসড়া, যে বক্তব্যের মাধ্যমে তিনি তাঁর বাস্তববাদী রাজনীতির সঙ্গে যুদ্ধবিরোধী উদারনৈতিকতার সমর্থকদের মধ্যে স্পষ্ট বিভাজন টেনেছিলেন। বলাই বাহুল্য, নিক্সনের ওই বক্তব্য পরে কুখ্যাতি পায়।

সত্যিকার অর্থে সর্বাধিক গোপনীয় কাজ করেন হেনরি কিসিঞ্জার গত শতকের সত্তরের দশকজুড়ে, অত্যন্ত কদর্যভাবে। অল্প কয়েক বছরের মধ্যেই তিনি লাওস ও কম্বোডিয়ায় অবৈধ বোমা হামলার ছক কষেন এবং তার বাস্তবায়নও করেন। পূর্ব তিমুর ও তৎকালীন পূর্ব পাকিস্তান (আজকের বাংলাদেশ) গণহত্যার পথ সুগম করেন কিসিঞ্জার।

এরই মধ্যে কিসিঞ্জার পরিচিতি পান ‘পশ্চিমা অঙ্গনের প্লেবয়’ হিসেবে। তিনি ক্যামেরাবন্দী হতে পছন্দ করতেন। তাঁকে নিয়ে নানা কানাঘুষাও চলতে থাকে। সেই সময় এক মধ্যরাতে অভিনেত্রী জিল সেন্ট জনের হলিউডের বাসভবনে কিসিঞ্জারকে দেখা যায়। (পরে এর ব্যাখ্যায় কিসিঞ্জার বলেন, ‘আমি তাঁকে দাবা খেলা শেখাচ্ছিলাম।’)

নিক্সনের সঙ্গে কিসিঞ্জারের দহরম-মহরম এতটাই ঘনিষ্ঠ ছিল যে রুশ বংশোদ্ভূত ব্রিটিশ দার্শনিক ইসাইয়া বার্লিন তাঁদের ‘নিক্সনজার’ বলে অভিহিত করেছিলেন। এই ‘জুটি’ ব্যস্ত ছিলেন নিজেদের রাজনৈতিক আখের গোছাতে। উদারনৈতিক এলিটদের অবজ্ঞা করা ছিল তাঁদের লক্ষ্য।

কিসিঞ্জার সুনির্দিষ্টভাবে যুদ্ধবিরোধী আন্দোলনকে হেয় করেছেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে উচ্চারণ করেন অপমানজনক বিশেষণ- ‘উচ্চমধ্যবিত্ত শ্রেণির কলেজপড়ুয়া বাচ্চা’। নারীদেরও অপমান করেন তিনি। তাঁর ভাষায়, ‘আমার কাছে নারী বিনোদনের বেশি কিছু নয়, একটা শখমাত্র। আর কেউ শখের পেছনে খুব বেশি সময় ব্যয় করে না।’ তবে এত কিছুর পরও সমাজের উচ্চশ্রেণির কাছে কিসিঞ্জারের কদর ছিল।

এই কদরের ব্যাপ্তি সত্তরের দশকেই আটকে থাকেনি; ২০১৩ সালে যখন কিসিঞ্জার ৯০ বছর পূর্ণ করেন, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দলের কর্তাব্যক্তিরা। এই দলে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সিনেটর জন ম্যাককেইনসহ প্রায় ৩০০ ভিআইপি। দুই দলের সঙ্গেই যোগাযোগ রাখার প্রশ্নে কিসিঞ্জারের সুখ্যাতি আছে। (সন্ধ্যায় হয়তো রিপাবলিক কণ্ডোলিৎজা রাইস ও ডোনা? রামসফে? গেলেন কিসিঞ্জারের কাছে, পরে রাতের দিকে সেখানে হাজির হলেন ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন।)

তবে বাস্তবতা হলো, বিশ্বের বড় অংশই কিসিঞ্জারকে গালি দেয়। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি দেশ এড়িয়ে চলেন এই ভয়ে যে তাঁকে বিচারের কাঠগড়ায় তোলা হতে পারে এবং তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হতে পারে।

উদাহরণ হিসেবে বলা যায়, ২০০২ সালে চিলির একটি আদালত দেশটির সামরিক অভ্যুত্থানে (১৯৭৩) তাঁর ভূমিকা সম্পর্কে জানতে কিছু প্রশ্নের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর আগে ২০০১ সালে ফ্রান্সের একজন বিচারক প্যারিসে কিসিঞ্জারের হোটেল কক্ষে পুলিশ পাঠিয়েছিলেন। চিলির ওই অভ্যুত্থানের ব্যাপারে তাঁর কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। ওই সামরিক অভ্যুত্থানের সময় বেশ ক’জন ফরাসি নাগরিক নিখোঁজ হন।

ওই একই সময়ে কিসিঞ্জার তাঁর পূর্বনির্ধারিত ব্রাজিল সফর বাতিল করেন। তখন এই জল্পনা ডানা মেলেছিল যে ব্রাজিলে তাঁকে আটক করা হতে পারে এবং ‘অপারেশন কণ্ডোর’-এর ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। স্নায়ুযুদ্ধের অংশ হিসেবে ১৯৭৫ সালে লাতিন আমেরিকার একনায়কেরা যোগসাজশে তাঁদের বিরোধী নির্বাসিত নেতাদের গুম করার জন্য ওই অপারেশন পরিচালনা করেছিলেন। এরই মধ্যে আর্জেন্টিনার একজন বিচারক এ ঘটনায় কিসিঞ্জারকে অন্যতম ‘আসামি বা সন্দেহভাজন’ বলেছেন।

তবে যুক্তরাষ্ট্রে কিসিঞ্জার ধরাছোঁয়ার বাইরে। সেখানে গত শতকের অন্যতম এই ‘কসাই’ ধনবান ও ক্ষমতাধরদের কাছে আদরণীয়, শ্রদ্ধাভাজন।

কেননা, কিসিঞ্জারের তত্ত¡ আজও সমানভাবে কাজে লাগানো হচ্ছে। সেটা হলো, যদি কোনো সার্বভৌম দেশ যুক্তরাষ্ট্রের কথামতো চলতে অস্বীকৃতি জানায়, তবে ওয়াশিংটন দ্রæত ওই দেশের সার্বভৌমত্ব খর্ব করতে উঠেপড়ে লেগে যাবে। হোয়াইট হাউস কোন দলের নিয়ন্ত্রণে, সেটা কোনো বিষয় নয়, যুক্তরাষ্ট্রের এটাই স্বাভাবিক চরিত্র।

ফলে কিসিঞ্জার যত দিন জীবিত থাকবেন, তত দিন মার্কিন শাসনক্ষমতার বৃত্তে থাকা ব্যক্তিদের মধ্যমণি হয়েই থাকবেন।

সবচেয়ে বেশি পঠিত

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

সারওয়ার-ই আলম লণ্ডন, ২৬ নভেম্বর: গানে গানে, সুরে সুরে গত ২৩শে নভেম্বরের শীতার্ত সন্ধ‍্যাটিকে দারুণ উপভোগ‍্য করে তুলেছিলেন স্বনামধন‍্য সঙ্গীতশিল্পী সঞ্জয় দে। পূর্ব লণ্ডনের আয়রা সেন্টারি সন্ধ‍্যা সাড়ে ছয়টা নাগাদ অভ‍্যাগতদের উপস্থিতিতে গমগম করছিল। বিভিন্ন বয়সের সঙ্গীত...

গাজা ইস্যুতে জাতিসংঘ সরব হচ্ছে

গাজীউল হাসান খান ♦ অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসলামি অবরোধ আন্দোলন হামাসের কতিপয় সদস্যের ইহুদি রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরে এক ঝটিকা আক্রমণের পর থেকে তারা এ পর্যন্ত গাজায় প্রায় ৬৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করেছে।...

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

সারওয়ার-ই আলম ♦ দেশে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিগুলো গত চুয়ান্ন বছরে মতে ও পথে যখন বহুভাবে বিভক্ত হয়েছে, তখন মৌলবাদী শক্তি নিজেকে কতটা শক্তিশালী করেছে— সদ‍্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন তারই প্রমাণ বহন করে। ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থীদের একটি বিরাট অংশ...

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

আরও পড়ুন »

 

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

সারওয়ার-ই আলম লণ্ডন, ২৬ নভেম্বর: গানে গানে, সুরে সুরে গত ২৩শে নভেম্বরের শীতার্ত সন্ধ‍্যাটিকে দারুণ উপভোগ‍্য করে তুলেছিলেন স্বনামধন‍্য সঙ্গীতশিল্পী সঞ্জয় দে। পূর্ব লণ্ডনের আয়রা সেন্টারি সন্ধ‍্যা সাড়ে ছয়টা নাগাদ অভ‍্যাগতদের উপস্থিতিতে গমগম করছিল। বিভিন্ন বয়সের সঙ্গীত...

গাজা ইস্যুতে জাতিসংঘ সরব হচ্ছে

গাজীউল হাসান খান ♦ অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসলামি অবরোধ আন্দোলন হামাসের কতিপয় সদস্যের ইহুদি রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরে এক ঝটিকা আক্রমণের পর থেকে তারা এ পর্যন্ত গাজায় প্রায় ৬৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করেছে।...

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

সারওয়ার-ই আলম ♦ দেশে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিগুলো গত চুয়ান্ন বছরে মতে ও পথে যখন বহুভাবে বিভক্ত হয়েছে, তখন মৌলবাদী শক্তি নিজেকে কতটা শক্তিশালী করেছে— সদ‍্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন তারই প্রমাণ বহন করে। ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থীদের একটি বিরাট অংশ...

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...