২৯ মে: যোগ করা সময়ের ১০ মিনিট পার হয়ে গেছে। রেফারি তবু শেষের বাঁশি বাজাচ্ছেন না। গুডিসন পার্কে এভারটনের খেলোয়াড়েরা তো বটেই, পুরো গ্যালারিরই ধৈর্য্যরে বাঁধ ভেঙে পড়ার উপক্রম। অবশেষে ১০০ মিনিট ২০ সেকেণ্ডের মাথায় বাজল সেই বাঁশি। আর তাতে উল্লাসে ফেটে পড়লেন এভারটনের সমর্থকেরা। খেলোয়াড়েরা মাতলেন বাঁধভাঙা উল্লাসে। শত শত দর্শকও ঢুকে পড়লেন নিরাপত্তারক্ষীদের বাধা পেরিয়ে।
এভারটনের খেলোয়াড়দের উল্লাস অবনমন এড়ানোর। লিগের শেষ ম্যাচে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে যে প্রিমিয়ার লিগে টিকে গেছে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরের ৯ বারের চ্যাম্পিয়নরা। মালির ফুটবলার আবদুলায়ে দুকুরের ৫৭ মিনিটে দেওয়া একমাত্র গোলটাই বাঁচিয়েছে এভারটনকে। ম্যাচটি ড্র হলেও ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যেতে হতো লিভারপুল অঞ্চলের ক্লাবটিকে।
এভারটনের হাঁপ ছেড়ে বাঁচার দিনে অবনমনের শিকার হয়েছে দুই সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটি ও লিডস ইউনাইটেড। ২০১৫-১৬ মৌসুমে রূপকথা লিগে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার আজ নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়েও কাটা পড়েছে অবনমনের খাঁড়ায়। অন্যদিকে তিনবারের চ্যাম্পিয়ন লিডস ৪-১ গোলে হেরে গেছে টটেনহাম হটস্পারের কাছে। আজ লিভারপুলের সঙ্গে ৪-৪ গোলে ড্র করা সাউদাম্পটনের অবনমন তো আগেই নিশ্চিত হয়েছে।
এই জয়ে ৩৮ ম্যাচে এভারটনের পয়েন্ট ৩৬। ১৭ নম্বরে থেকে লীগ শেষ করেছে দলটি। লেস্টারের পয়েন্ট ৩৪, লিডসের ৩১ ও সাউদাম্পটনের ২৫।
লিডসকে ৪-১ গোলে হারিয়েও আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলা হচ্ছে না টটেনহামের। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলা ব্রাইটনকে ২-১ গোলে হারানোয় কপাল পুড়েছে হ্যারি কেইনদের। ৩৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে লীগ শেষ করেছে টটেনহাম। ১ পয়েন্ট বেশি নিয়ে সপ্তম হয়ে কনফারেন্স লিগের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে ভিলা। ২০১০ সালের পর প্রথমবার মহাদেশীয় প্রতিযোগিতায় খেলবে ক্লাবটি। অন্যদিকে ২০০৯-১০ মৌসুমের পর প্রথমবার ইউরোপে যেতে ব্যর্থ টটেনহামের হয়ে শেষ ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এ মৌসুমে ৩০ গোল করেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্লিং হলাণ্ডের (৩৬) পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন ইংলিশ স্ট্রাইকার।
১৬ ম্যাচ পর সিটির হার
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি শেষ ম্যাচে ১-০ গোলে হেরেছে ব্রেন্টফোর্ডের কাছে। পেপ গার্দিওলা এক মিনিটের জন্যও মাঠে নামাননি হলাণ্ডকে। ম্যাচের ৮৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এথান পিনক। সিটি লিগে এর আগে সর্বশেষ হেরেছিল গত ৫ ফেব্রুয়ারি। টটেনহামের মাঠে ১-০ গোলের সেই হারের পর টানা ১৬ ম্যাচে অপরাজিত ছিল পেপ গার্দিওলার দল।
আর্সেনাল ও ইউনাইটেডের জয়
আশা ভঙ্গের বেদনায় পোড়া আর্সেনাল বড় জয়ে শেষ করেছে লীগ। ঘরের মাঠে উলভারহ্যাম্পটনকে ৫-০ গোলে হারিয়েছে গানাররা। জোড়া গোল করেছেন গ্রানিত জাকা। অন্য ৩ গোল বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও ইয়াকুব কিভিয়রের।
জেডন সাঞ্চো ও ব্রুনো ফার্নান্দেসের গোলে ফুলহামকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থানে থেকে লীগ শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ হওয়া নিউক্যাসল ১-১ গোলে ড্র করেছে চেলসির সঙ্গে। চেলসি লীগ শেষ করল ১২ নম্বরে থেকে। মাত্র ৪৪ পয়েন্ট পাওয়া চেলসি ১৯৯৩-৯৪ মৌসুমের পর সর্বনিম্ন স্থানে থেকে লীগ শেষ করল।
৮ গোলের রোমাঞ্চে ফিরমিনোর বিদায়ী গোল
লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচে গোল পেয়েছেন রবার্তো ফিরমিনো। তবে দলকে জেতাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আগেই অবনমন নিশ্চিত হওয়া সাউদাম্পটন ৪-৪ গোলে ড্র করেছে লিভারপুলের সঙ্গে। দিয়েগো জোতা ও ফিরমিনোর গোলে ১৪ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর ১৯ থেকে ৬৪ মিনিটের মধ্যে ৪ গোল নিশ্চিত হয়েছে।
এই জয়ে ৩৮ ম্যাচে এভারটনের পয়েন্ট ৩৬। ১৭ নম্বরে থেকে লীগ শেষ করেছে দলটি। লেস্টারের পয়েন্ট ৩৪, লিডসের ৩১ ও সাউদাম্পটনের ২৫।
লিডসকে ৪-১ গোলে হারিয়েও আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলা হচ্ছে না টটেনহামের। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলা ব্রাইটনকে ২-১ গোলে হারানোয় কপাল পুড়েছে হ্যারি কেইনদের। ৩৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে লীগ শেষ করেছে টটেনহাম। ১ পয়েন্ট বেশি নিয়ে সপ্তম হয়ে কনফারেন্স লিগের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে ভিলা। ২০১০ সালের পর প্রথমবার মহাদেশীয় প্রতিযোগিতায় খেলবে ক্লাবটি। অন্যদিকে ২০০৯-১০ মৌসুমের পর প্রথমবার ইউরোপে যেতে ব্যর্থ টটেনহামের হয়ে শেষ ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এ মৌসুমে ৩০ গোল করেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্লিং হলাণ্ডের (৩৬) পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন ইংলিশ স্ট্রাইকার।
১৬ ম্যাচ পর সিটির হার
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি শেষ ম্যাচে ১-০ গোলে হেরেছে ব্রেন্টফোর্ডের কাছে। পেপ গার্দিওলা এক মিনিটের জন্যও মাঠে নামাননি হলাণ্ডকে। ম্যাচের ৮৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এথান পিনক। সিটি লিগে এর আগে সর্বশেষ হেরেছিল গত ৫ ফেব্রুয়ারি। টটেনহামের মাঠে ১-০ গোলের সেই হারের পর টানা ১৬ ম্যাচে অপরাজিত ছিল পেপ গার্দিওলার দল।
আর্সেনাল ও ইউনাইটেডের জয়
আশা ভঙ্গের বেদনায় পোড়া আর্সেনাল বড় জয়ে শেষ করেছে লীগ। ঘরের মাঠে উলভারহ্যাম্পটনকে ৫-০ গোলে হারিয়েছে গানাররা। জোড়া গোল করেছেন গ্রানিত জাকা। অন্য ৩ গোল বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও ইয়াকুব কিভিয়রের।
জেডন সাঞ্চো ও ব্রুনো ফার্নান্দেসের গোলে ফুলহামকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থানে থেকে লীগ শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ হওয়া নিউক্যাসল ১-১ গোলে ড্র করেছে চেলসির সঙ্গে। চেলসি লীগ শেষ করল ১২ নম্বরে থেকে। মাত্র ৪৪ পয়েন্ট পাওয়া চেলসি ১৯৯৩-৯৪ মৌসুমের পর সর্বনিম্ন স্থানে থেকে লীগ শেষ করল।
৮ গোলের রোমাঞ্চে ফিরমিনোর বিদায়ী গোল
লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচে গোল পেয়েছেন রবার্তো ফিরমিনো। তবে দলকে জেতাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আগেই অবনমন নিশ্চিত হওয়া সাউদাম্পটন ৪-৪ গোলে ড্র করেছে লিভারপুলের সঙ্গে। দিয়েগো জোতা ও ফিরমিনোর গোলে ১৪ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর ১৯ থেকে ৬৪ মিনিটের মধ্যে ৪ গোল