লণ্ডন, ২৭ মে: টাওয়ার হ্যামলেটসের নানা সামাজিক আন্দোলনের কেন্দ্র ঐহিত্যবাহী মন্টিফিউরি সেন্টার কমিউনিটি ‘হাব’ হিসেবে বহাল রেখে পুনরায় সেন্টারটি আগের মতো জনসাধারণের ব্যবহারের জন্য?খুলে দেয়ার আহবান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।
গত ২৫শে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আয়োজিত এ আলোচনা সভায় এ আহবান জানানো হয়।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নবনির্বাচিত স্পিকার কাউন্সিলার জাহেদ চৌধুরী, স্পিটালফি?স ও বাংলাটাউন ওয়ার্ডের কাউন্সিলার এবং কেবিনেট মেম্বার কাউন্সিলার কবির হোসেন এবং কেবিনেট মেম্বার কাউন্সিলার সুলুক আহমেদের সাথে বৈঠকে মন্টিফিউরি সেন্টার টেন্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ সেন্টারটিকে কমিউনিটি হাব হিসাবে ব্যবহারের জন্য পুনরায় খুলে দেয়ার জোর দাবী জানান।
উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটসে ব্রিটিশ বাংলাদেশীদের কাছে একটা সুপরিচিত নাম মন্টিফিউরি সেন্টার যা কয়েক যুগ ধরে শিক্ষা, সংষ্কৃতি এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে কমিউনিটির কোন সভা কিংবা অনুষ্ঠানের সুযোগ বন্ধ রয়েছে।
টেন্যান্ট এসোসিয়েশনের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইউকে বিসিসিআই-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিএর সভাপতিত্বে এবং হ্যামলেটস্ ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা জামাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন লণ্ডন ভিস্টা কলেজের প্রিন্সিপাল ড. নেইতান ভিলা, লণ্ডন ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল হক হাবীব, রেইনবো ফিল্ম সোসাইটির পরিচালক মোস্তফা কামাল এবং আপ্যাসেন ডে সার্ভিসের মন্টিফিউরি সেন্টার কো-অর্ডিনেটর জসিম আহমেদ। সভায় বক্তারা কমিউনিটির স্বার্থে মন্টিফিউরি সেন্টারের সংস্কার কাজ অনতিবিলম্বে সম্পন্ন করে কমিউনিটির প্রয়োজন মেটাতে পুনরায় সেন্টারটি আগের মতো জনসাধারণের ব্যবহারের জন্য?খুলে দেয়ার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি