আরএসভি সংক্রমণ থেকে নিজেকে ও প্রিয়জনকে সুরক্ষিত করুন

“আরএসভি সংক্রমণের গুরুতর উপসর্গ থেকে সুরক্ষার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টিকা নেওয়া এবং এটি আপনার জীবন বাঁচাতে পারে।”

ডাঃ মোহিত মন্দিরাদত্তা
জিপি, ওয়েস্ট মিডল্যাণ্ডস

আরএসভি সংক্রমণ থেকে নিজেকে ও প্রিয়জনকে সুরক্ষিত করুন

“আরএসভি আক্রান্ত হলে তা থেকে সব শিশু গুরুতর ফুসফুসের সংক্রমণের ঝুঁকিতে পড়ে। গর্ভাবস্থায় আপনি আরএসভি টিকা নিলে তা আপনার শিশুকে সুরক্ষা দিতে সহায়তা করে।”

ডাঃ ওজি ইলোজু
জিপি, লণ্ডন

আরএসভি সংক্রমণ থেকে নিজেকে ও প্রিয়জনকে সুরক্ষিত করুন

“বয়স বাড়ার সাথে সাথে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তাই তাদের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হয়ে থাকে। তারা সহজেই এটিতে আক্রান্ত হতে পারেন এবং এক্ষেত্রে গুরুতর উপসর্গ সৃষ্টির আশঙ্কাও বেশি থাকে।”

উত্তাল মার্চ

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

কমিউনিটি

জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে লণ্ডনে অনুষ্ঠিত বৈঠকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

২১ জুন ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ | কমিউনিটি

লণ্ডন, ১৯ জুন: বাংলাদেশের ঐতিহ্যবাহীও উন্নয়নের রোল মডেল দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার উন্নতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে লণ্ডনে গত মঙ্গলবার বিশ্বনাথবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব লণ্ডনের ফোর্ড স্কয়ার মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ব্রিটেনে অবস্থানরত বিশ্বনাথের প্রতিনিধিত্বশীল সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বিয়ান ও বিশ্বনাথ কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের শীর্ষ দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসা গৌরবময় ঐতিহ্যের অধিকারী একটি আলোকিত প্রতিষ্ঠান। সঙ্গত কারণেই প্রতিষ্ঠানটি নিয়ে সকলেই গর্ববোধ করেন। বিশেষ করে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (রাহঃ) ছিলেন সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ ও মান্যবর অভিভাবক আলেম। এজন্য বরকতময় এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতার প্রতি সকলেই যারপরনাই শ্রদ্ধাশীল।
আলোচনা সভায় বিশ্বনাথের দায়িত্বশীল ও প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ বলেন, আমরা অতীতে যেমন বিশ্বনাথ মাদ্রাসার পাশে ছিলাম, আজীবন পাশে থাকবো এবং মাদ্রাসার যে কোনো সংকটে আমরা দেশ এবং প্রবাসে ঐক্যবদ্ধ।
সভায় বিশেষভাবে মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রহমাতুল্লাহি আলাইহি ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে উদ্দেশ্য করে একটি মহলের কুরুচিপূর্ণ কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথের প্রবীণ মুরব্বি আরকুম আলী। সঞ্চালনা করেন বিশ্বনাথ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গৌস খান ও মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া বিশ্বনাথের সহকারী পরিচালক হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী। আলোচনা সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথের বিশিষ্ট মুরব্বি মানিক মিয়া, রইস আলী, মনির মিয়া বশির, শাহ ফারুক আহমদ ও সাজিদ আলী মেনন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ডক্টর মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা গোলাম কিবরিয়া ও মুফতি আবদুল মুনতাকিম।
আলোচনায় অংশ নেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি মিসবাহ উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী সাইদুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী মনির উদ্দিন, লাকি মিয়া, মোহাম্মদ আলী,আজাদ খান, সুবহান আলী, সাইদুল ইসলাম,নানু মিয়া, গুলজার খান, আজাদ মিয়া, আফছর মিয়া, মাওলানা ছাইদ আলী, আলম শেখ, নজরুল ইসলাম, মিছবাহ উদ্দীন, আখলুছ মিয়া, জাকেল চৌধুরী, ছোট মিয়া, আখলাকুর রহমান, আব্দুল গফুর, ফয়জুর রহমান, হাবিবুর রহমান, আশিকুর রহমান, জুবের আহমদ, সৈয়দ নাজিম উদ্দীন, ফরিদ আহমদ, মকবুল আহমদ,আবুল লেইছ, ইদ্রিস আলী, মোঃ ফাহিম আহমদ, খালেদ আহমদ রনী, খালিছ মিয়া, ফারুক মিয়া,লিলু মিয়া, জুয়েল আহমদ, মুহিবুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, আব্দুর রহমান, হান্নান, আব্দুর রহিম রনজু, আব্দুশ শহিদ, জালাল উদ্দীন, মাওলানা ইলিয়াছ, মাওলানা মুহিউদ্দীন, সৈয়দ ফুহাদ আহমদ, সালেহ আহমদ, খলিল আহমদ, মছরুর আহমদ প্রমুখ।
সভায় বিশ্বনাথের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ বলেন,  বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসা আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহমাতুল্লাহি আলাইহি একজন সংগ্রামী আলেম এবং ওলামায়ে কেরামের অভিভাবক ছিলেন।
বর্তমানে এই প্রতিষ্ঠানের সাথে দেশ ও বিদেশের হাজারো মানুষের আন্তরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। তাই এই প্রতিষ্ঠান নিয়ে কোন জটিলতা সৃষ্টি করলে দেশ-বিদেশে হাজারো মানুষ উদ্বিগ্ন হন।
আমাদের কথা একটাই- মাদ্রাসা ও মসজিদ কমিটি ও এলাকাবাসীর সিদ্ধান্তকে উপেক্ষা করে উন্নয়নের নামে মাদ্রাসার সামনের জায়গা জবরদখল আমরা মেনে নিতে পারি না।
বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম ও মাদানীয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী বলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলায় সর্ববৃহৎ মাদরাসার নাম জামেয়া মাদানিয়া বিশ্বনাথ। এখানে ছাত্র-শিক্ষক, সাধারণ মুসল্লী মিলে কয়েক হাজার লোকসমাগম প্রতিদিনই হয়। ঐতিহ্যের ধারক এই মসজিদের লাগোয়া পশ্চিম দিকেই মাদরাসা-মসজিদের প্রধান গেইট। গেইটের দু’পাশে কিছু খালি জায়গা আছে। এই জায়গা প্রাচীনকালে খালের মতো গহীন এবং ময়লার ভাগাড় ছিলো। বাংলাদেশের জন্মেরও আগে ১৯৬১ সালে মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে এই জায়গা মাদরাসার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় রয়েছে।
তিনি বলেন, একসময় মাদরাসার নিজস্ব খরচে এই ময়লার ভাগাড় ও নর্দমাপূর্ণ গহŸর ভরাট করা হয়। মাওলানা শাইখ আশরাফ আলী বিশ্বনাথী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর বাদবাকি ভরাটকাজ ও ড্রেন নির্মাণ সম্পন্ন করা হয়। এসব কাজে প্রশাসনিক সহযোগিতা, মাদরাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসী সকলের আন্তরিক সহযোগিতা জড়িত আছে।
হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী বলেন, দেশ ও প্রবাসের বিশ্বনাথ এলাকার সচেতন সকল নাগরিক, মাদরাসার সকল হিতৈষী ও সাধারণ জনতার কর্তব্য হলো চলমান কূটকৌশল রুখে দাঁড়ানো।
তিনি উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা এবং?সভায় উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  সংবাদ বিজ্ঞপ্তি

আরও কমিউনিটি সংবাদ

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

লণ্ডন, ১৭ জুন: ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ৬ জুলাই। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের উদ্যোগে ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এই উৎসবের। উৎসবকে সামনে রেখে গত শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত...

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

লণ্ডন, ১৭ জুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইংল্যাণ্ডের উত্তর-পশ্চিমান্ঞ্চলের বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব ৭১‘। বইটি লিখেছেন এজহিল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার তাসলিম শাকুর এবং ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা তরুণ প্রজন্মের লেখিকা শবনম আহসান।...

আরও পড়ুন »

 

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...