আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

“শুরুর দিকে কোনো সিভিডির লক্ষণ সবসময় না-ও থাকতে পারে। আর বয়স বাড়ার সাথে সাথে সিভিডি-আক্রান্ত হবার ঝুঁকি বৃদ্ধি পায় এবং জাতিগতভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের মধ্যে এটি বেশি হতে পারে। তাই আমাদের ঝুঁকি কমানোর জন্য যথাসম্ভব চেষ্টা করা উচিত ।”

আখতার নাসিম
কনসালট্যান্ট ভাসকুলার সার্জন ও ক্লিনিক্যাল ডিরেক্টর, শেফিল্ড

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

“আপনি যদি কৃষ্ণাঙ্গ বা এশীয় জাতিগত সম্প্রদায়ের সদস্য হন তবে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি এবং এটি তুলনামূলক কম বয়সে হতে পারে। জিপি সার্জারি ও বেশিরভাগ ফার্মেসিতে গিয়ে রক্তচাপ জেনে নিতে পারেন অথবা ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন কিনে নিজেই রক্তচাপ পরীক্ষা করতে পারেন।”

ডা. ক্রিস অলুকান্নি
জিপি এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্য বিশেষজ্ঞ, এসেক্স

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

“আপনি যদি কৃষ্ণাঙ্গ বা এশীয় জাতিগত সম্প্রদায়ের সদস্য হন তবে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি এবং এটি তুলনামূলক কম বয়সে হতে পারে। জিপি সার্জারি ও বেশিরভাগ ফার্মেসিতে গিয়ে রক্তচাপ জেনে নিতে পারেন অথবা ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন কিনে নিজেই রক্তচাপ পরীক্ষা করতে পারেন।”

রণজিৎ সিং
‘ট্রিপল বাইপাস সার্জারি’র পর এখন সুস্থ জীবনযাপন করছেন
রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কমিউনিটি

ইস্ট লণ্ডন মসজিদের ট্রাস্টি, কর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা জানালো ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট

৪ আগস্ট ২০২৩ ১:২২ পূর্বাহ্ণ | কমিউনিটি

লণ্ডন, ৩১ জুলাই: ইস্ট লণ্ডন মসজিদের ১২জন ট্রাস্টি, কর্মী ও স্বেচ্ছাসেবীকে সম্মাননা দিয়েছে চ্যারিটি সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। মসজিদের দৈনন্দিন কার্যক্রমসহ প্রতিবছর রমজানে ৬ শতাধিক মানুষের জন্য ইফতার আয়োজনসহ মুসল্লিদের সেবায় বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাদেরকে এই সম্মাননা প্রদান করা হয়।

গত ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় লণ্ডন মুসলিম সেন্টারের সেমিনার রুমে আয়োজিত ‘এপ্রিসিয়েশন সিরিমনি’ অনুষ্ঠানে এই সম্মাননা জানিয়ে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। ট্রাস্টের সভাপতি খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক দেশ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার জাহেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইস্ট হ্যাণ্ডস চ্যারিটির চেয়ারম্যান ও লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন ও ট্রাস্টের উপদেষ্টা সাংবাদিক আসম মাসুম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইস্ট লণ্ডন মসজিদের এডমিন কর্মকর্তা কয়েস আহমদ। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ট্রাস্টের উপদেষ্টা গোলাম রব্বানী সোহেল, আসাদুজ্জামান আহমদ ও নাসির আহমদ শাহীন উপস্থিত ছিলেন। সম্মাননা প্রাপ্তরা হলেন- ইস্ট লণ্ডন মসজিদের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান আইয়ুব খান, সদস্য দেলওয়ার খান, লীড স্টাফ আসাদ জামান, মারিয়াম সেন্টারের প্রধান সুফিয়া আলম, মসজিদের স্বেচ্ছাসেবী সংগঠন জামেয়াতুল মুসলিমীন-এর সভাপতি আব্দুর রহিম কামালী, সহ-সভাপতি আজাদ মিয়া, জেনারেল সেক্রেটারি আজাদ আলী, নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমদ, মোহাম্মদ আব্দুল মালিক, আকরম মিয়া, আখনু হোসাইন ও ফরিদ মিয়া।

সার্টিফিকেট গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন দেলওয়ার খান, আসাদ জামান ও আজাদ আলী। দেলওয়ার খান বলেন, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকের আয়োজনটি সম্পূর্ণ ব্যতিক্রমী। কারণ এই প্রথম কোনো চ্যারিটি সংগঠন ইস্ট লণ্ডন মসজিদের সেবামূলক কাজে অনুপ্রাণিত হয়ে ট্রাস্টি, কর্মী ও স্বেচ্ছাসেবীদেরকে এককভাবে সম্মাননা জানালো। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতে তাদের কার্যপরিধি আরো সম্প্রসারিত হবে বলে আমি আশাবাদী। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি খসরুজ্জমান খসরু বলেন, গত বছর রমজানে আমাদের চ্যারিটিকে ইস্ট লণ্ডন মসজিদে ফাণ্ডরেইজ করার সুযোগ দেওয়া হয়। আমরা সাড়ে ৩ হাজার পাউণ্ডের বেশি সংগ্রহ করেছিলাম। মসজিদ আমাদেরকে যে সহযোগিতা করেছে এই জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা রমজানে যখন ফাণ্ডরেইজ করতে আসি তখন আমাদেরকে মসজিদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা আন্তরিকভাবে সহযোগিতা করেন। তাদের নিবেদিতপ্রাণ কার্যক্রম দেখে আমরা খুব অনুপ্রাণিত হই এবং এই জন্য সম্মাননা জানানোর আগ্রহ প্রকাশ করি। মসজিদ কর্তৃপক্ষ আমাদেরকে এই সুযোগ দেয়ায় আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আজকের দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কাজ করছে। বিশেষকরে বাংলাদেশের বাঘেরহাট জেলায় বাঘের আক্রমণে আহত মানুষদেরকে তাঁরা সাহায্য করে থাকেন। কারণ ওই এলাকায় একটি কুসংস্কার রয়েছে, কোনো মানুষ বাঘের আক্রমণে জখম হলে তাকে অপয়া (অকল্যাণকর) বলে কেউ সাহায্যে এগিয়ে আসে না। খসরুজ্জামান খসরু বলেন, এই খবরটি তাঁর কাছে আসার পর থেকে তিনি নিয়মিত ওই এলাকায় বাঘের আক্রমণে জখম হওয়া মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের ট্রেজারার সাংবাদিক লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারলের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও কমিউনিটি সংবাদ

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

লণ্ডন, ১৭ জুন: ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ৬ জুলাই। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের উদ্যোগে ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এই উৎসবের। উৎসবকে সামনে রেখে গত শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত...

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

লণ্ডন, ১৭ জুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইংল্যাণ্ডের উত্তর-পশ্চিমান্ঞ্চলের বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব ৭১‘। বইটি লিখেছেন এজহিল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার তাসলিম শাকুর এবং ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা তরুণ প্রজন্মের লেখিকা শবনম আহসান।...

আরও পড়ুন »

 

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...