লণ্ডন, ৭ আগস্ট: ব্রিটেনের নতুন প্রজন্মকে বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি আয়োজন করছে ক্রীড়া মেলা ২০২৩ আগামী ২৭ আগস্ট রোববার ৬ষ্ঠ বারের মতো “ক্রীড়া মেলা” অনুষ্ঠিত হবে বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিথ পার্কে।
ক্রীড়ামেলার আয়োজকরা বলেন, বিলেতে বাংলাদেশীদের ধারাবাহিক অবস্থান এখন তৃতীয়-চতুর্থ প্রজন্ম পর্যন্ত। হাজার বছরের বাঙালীর ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক কর্মকাণ্ড-তৎপরতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে বিলেতের প্রবাসীরা সেই সূচনাকাল থেকেই ছিলেন তৎপর, সচেতন ও সজাগ। সেই ধারাবাহিকতা রক্ষায় পুরানো দিনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে বার্মিংহামে আগামী ২৭ আগস্ট রোববার ২০২৩ দিনব্যাপী ক্রীড়ামেলার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মো: আলীমুজ্জামান।
ক্রীড়ামেলার মূল উদ্দেশ্য বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিলুপ্ত ও বিলুপ্ত-প্রায় ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পুনঃ প্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগরণ। যে কোনো বয়সের যে কেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে।
খেলাগুলোর মধ্যে রয়েছে: কাবাডি, কানামাছি, মোরগের লড়াই, বিস্কুট দৌড়, সুই-সুতা দৌড়, হাড়ি ভাঙ্গা, চেয়ার দৌড়, দৌড়, বালিশ দৌড়, মার্বেল দৌড়, লুডু, দড়ি লাফ প্রভৃতি। সবগুলো খেলাতেই কোন ধরণের এন্ট্রি ফি ছাড়া অংশগ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া ক্রীড়ামেলায় খাবারসহ অন্যান্য স্টল থাকার পাশাপাশি বাউন্সি ক্যাসল, রাইডসহ শিশুদের জন্য উপযোগী বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা থাকবে। স্টলের জন্য যোগাযোগের নাম্বার ০৭৯৮৫২৫৬৩৯৫। দিনব্যাপী অর্থাৎ বারোটা ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে এ উৎসব। এতে নিজেদের পছন্দমত খেলাধূলায় অংশগ্রহণ ও দিনব্যাপী আনন্দ-উৎসবে মেতে উঠার আহবান জানানো হয়।
উল্লেখ্য, দিনব্যাপী এ উৎসবটি বার্মিংহামে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্মলহীথ পার্কে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে যে কোন তথ্যের জন্য যোগাযোগের নম্বর ০৭৯৮৫২৫৬৩৯৫। সংবাদ বিজ্ঞপ্তি