ড্যানিয়েল ঘূর্ণিঝড়
মরক্কোতে গগনবিদারী ভূমিকম্পের পর
লিবিয়াতে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড়।
ড্যানিয়েল নামী ঘূর্ণিঝড়ে লিবিয়ার বহু শহরে
সাগরের জল উপচে পড়েছে ধূ ধূ মরু প্রান্তরে!
সাজানো গোছানো জীবন নিমিষে হয়ে গেলো ছারখার
প্রকৃতির কাছে বিজ্ঞানময় মানুষ মেনেছে হার!
ঘূর্ণিঝড়ে মানববসতি মুহূর্তে হলো ফাঁকা
সাগরের জল ধূ ধূ বালিয়ারি লাশের মিছিলে ঢাকা।
অথৈ সাগরে ভাসছে মানুষ ভাসছে বাড়ী ও ঘর
লন্ডভন্ড হয়েছে সাজানো শহর আর বন্দর।
ঝড়ের আঘাতে হাজার হাজার প্রাণের হয়েছে ক্ষয়
শান্ত-স্নিগ্ধ পরিবেশ এখন লাশের গন্ধময়।
পেটে খাওয়া নেই মুখে দাওয়া নেই কাঁদছে লক্ষ প্রাণ
শূন্য দৃষ্টি আকাশে খুঁজছে কেবলই রিলিফযান।
বিরাণ ভূমিতে স্বজন হারানো মানুষের আহাজারি
এই ভূবনের আকাশ-বাতাস আবার করছে ভারী।
লিবিয়ানদের বিষাদগীতি হাওয়ায় হাওয়ায় ভেসে
শোকের বার্তা ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর দেশে দেশে।