আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

কমিউনিটি

বিসিএর এজিএম ও নির্বাচন নিয়ে বিতর্ক

২৭ অক্টোবর ২০২৩ ৩:২২ অপরাহ্ণ | কমিউনিটি

নতুন কমিটি ঘোষণা, একপক্ষের নির্বাচন বর্জন

প্রেসিডেন্ট ওলী খান এমবিই,সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী,চীফ ট্রেজারার  টিপু রহমান

পত্রিকা ডেস্ক:

লন্ডন, ১৬ অক্টোবর: বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ)-এর বিলম্বিত নির্বাচনে ২০২৩-২৫ ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট হিশেবে ওলী খান এমবিই, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, চীফ ট্রেজারার টিপু রহমান, অর্গানাইজিং সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামীম দিদার ও প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী হিশেবে নাজ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। গত ১৫ অক্টোবর রোববার সংগঠনের এজিএম পরবর্তী নির্বাচনে এই ঘোষণা দেয়া হয়। একই সাথে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সর্বমোট ১২৯ জনকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে সরাসরি নির্বাচিত হয়েছেন ১১৭ জন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন বিসিএ ২০২৩-২৫ নির্বাচনে সাফরণ প্যানেলকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে।

তবে নির্বাচনকে ঘিরে সদস্যপদ নিয়ে নানা অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে প্রতিদ্বন্ধী পক্ষ। জানা গেছে, এদিন এজিএম-এ উপস্থিত হয়ে অনিয়মগুলো তুলে ধরে প্রতিবাদ জানিয়ে এজিএম ও নির্বাচন বয়কট করে বেরিয়ে যান প্রতিদ্ব›দ্বী প্যানেলের সভাপতি পদপ্রার্থী সাইদুর রহমান বিপুল।

তিনি সংগঠনটির বার্ষিক সাধারণ সভার বৈধতা নিয়ে প্রশ্ন উঠা সত্ত্বেও এক তরফাভাবে এজিএম সম্পন্ন করার অভিযোগ করেছেন। সদস্যপদ নিয়ে গুরুতর অভিযোগ এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ মাথায় নিয়ে একতরফাভাবে বিতর্কিত এক নির্বাচনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে বলে দাবী করেছেন বিদায়ী কমিটির প্রধান কোষাধ্যক্ষ সাইদুর রহমান বিপুল।

এদিকে, বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিইর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মিটু চৌধুরী ও ডেপুটি সেক্রেটারী জেনারেল মুজিবুর রহমান ঝুনুর সঞ্চালনায় মাগদাদ খানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই এজিএম শুরু হয়।

এজিএম-এ স্বাগত বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই। বিসিএর  বিগত বছরের কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিসিএর এর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই ও এম এ কামাল ইয়াকুব, এনইসি মেম্বার আ. স. ম বাবলা, মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামিন দিদার, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে ফজল উদ্দিন,ফায়জুল হক, সৈয়দ হাসান, কামরুজ্জামান জুয়েল, মানিক মিয়া, কাউন্সিলার পারভেজ আহমদ, নাজ ইসলাম, শহিদুল হক চৌধুরী, শেলু মিয়া, আব্দুল হাই, জয়েন্ট চিফ ট্রেজারার আবজল হোসেন প্রমুখ।

বিসিএ ২০২৩-২৫ নির্বাচনে নিবাচন কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই, নির্বাচন কমিশনার ব্যারিস্টার বেলায়েত হোসেন ও মো. আজিজ চৌধুরী।

উল্লেখ্য, ৫ অক্টোবর ছিল বিসিএর নির্বাচনের অংশগ্রহণের জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ। নির্বাচনের জন্য ৫ অক্টোবর সাফরণ প্যানেল তাদের নমিনেশন জমা দেয়। নির্বাচন কমিশনে শুধু একটি প্যানেল জমা পড়ে। বিসিএর সাংবিধানিক নিয়মে ১৫ অক্টোবর রবিবার লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস হলে শুধুমাত্র একটি প্যানেল (সাফরণ) জমা পড়ায় নির্বাচন কমিশনারবৃন্দ সাফরণ প্যানেলকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেন।

লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস হলে অনুষ্ঠিত এই এজিএম এবং নির্বাচনে দায়িত্বশীল কমিটি সাড়ে চার শতাধিক বিসিএ সদস্যের উপস্থিতি দাবি করলেও অনিয়মের অভিযোগকারীরা দাবী করছেন দুইশরও কম সদস্য ওই এজিএম-এ উপস্থিত ছিলেন। অভিযোগকারীরা বলছেন, এজিএম-এর কোনো নিয়মেরই তোয়াক্কা করা হয়নি।

বিদায়ী কমিটির প্রধান কোষাধ্যক্ষ সাইদুর রহমান বিপুল সাপ্তাহিক পত্রিকাকে বলেছেন, বিসিএ-এর সংবিধানের ধারা ২৮ ও ২৯ মতে, এজিএম-এ কোরাম পূর্ণ করতে হলে কমপক্ষে ২৫ শতাংশ সাধারণ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। সভা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে এই কোরাম পূর্ণ হতে হবে। কোরামপূর্ণ না হলে এজিএম স্থগিত করে নতুন করে এজিএম-এর তারিখ ঘোষণা করতে হবে। কিন্তু ১৫ অক্টোবর যে এজিএম হয়েছে সেখানে বিসিএ-এর কোরাম কোনোভাবেই পূর্ণ হয়নি। অতিথিসহ সেখানে উপস্থিতি ছিলো ২শরও কম। কোরাম পূর্ণ হতে কমপক্ষে ৩৮০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন ছিলো। এজিএম-এ সাধারণ সদস্য ছাড়া অন্য কেউ উপস্থিত থাকার কথা নয়। কিন্তু বহিরাগতদের উপস্থিতি এবং অতিথি ও নির্বাচন কমিশনারদের মঞ্চে নিয়ে বিতর্কিত এই এজিএম করা হয়েছে। এজিএম-এ কোনো আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হয়নি, যা যে কোনো এজিএম-এর প্রধান আলোচ্য বিষয়।

কোষাধ্যক্ষ সাইদুর রহমান বিপুল বলেন, নির্বাচনকে ঘিরে সদস্যপদ নিয়ে নানা অভিযোগে আমরা নির্বাচন বয়কটের ঘোষণা দেই। ওইদিন এজিএম-এ উপস্থিত থেকে আমি ব্যক্তিগতভাবে সকল অনিয়মগুলো তুলে ধরে প্রতিবাদ জানিয়েছি এবং এজিএম ও নির্বাচন বয়কট করে বেরিয়ে আসি। কিন্তু তারা প্রতিদ্ব›িদ্বতাহীন একতরফা কমিটি ঘোষণা করেছেন। এটা কোনোভাবেই উচিত কাজ হয়নি। আমরা আশাকরি তারা দ্রæত গ্রহণযোগ্য ও বৈধ এজিএম এবং নির্বাচনের আয়োজন করবেন। শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে এসব অনিয়মের কথা তুলে ধরবেন বলে জানান তিনি।

আরও কমিউনিটি সংবাদ

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

লণ্ডন, ১৭ জুন: ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ৬ জুলাই। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের উদ্যোগে ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এই উৎসবের। উৎসবকে সামনে রেখে গত শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত...

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

লণ্ডন, ১৭ জুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইংল্যাণ্ডের উত্তর-পশ্চিমান্ঞ্চলের বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব ৭১‘। বইটি লিখেছেন এজহিল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার তাসলিম শাকুর এবং ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা তরুণ প্রজন্মের লেখিকা শবনম আহসান।...

আরও পড়ুন »

 

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...