কমিউনিটি

দক্ষ প্রশাসক জামিল আহমেদ চৌধুরী এখন মানবতার ফেরিওয়ালা

১৪ নভেম্বর ২০২৩ ৮:২০ অপরাহ্ণ | কমিউনিটি

পত্রিকা প্রতিবেদন ♦

লণ্ডন, ১৪ নভেম্বর: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অবসর জীবন কাটাচ্ছেন নানাবিধ মানবিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে।

সম্প্রতি লণ্ডন সফরে এসে তাঁর প্রতিষ্ঠিত নিঃস্ব সহায়ক সংস্থার বিভিন্ন তৎপরতার বিবরণ তুলে ধরলেন এক অনুষ্ঠানে।

গত ৭ নভেম্বর মঙ্গলবার লণ্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে এই আয়োজন করে সাপ্তাহিক পত্রিকা।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে সততাকে ধরে রাখতে তিনি ছিলেন যেমন কঠোর আবার গত এক যুগ ধরে মানবকল্যাণে ছুটে বেড়াচ্ছেন বিপন্ন মানুষের প্রতি গভীর মমতা নিয়ে।

অনুষ্ঠানে তাঁর বিভিন্ন চ্যারিটি কর্মকাণ্ড বর্ণনাকালে মানুষের কষ্টের কাহিনীগুলো বলতে গিয়ে তিনি বার বার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। বাংলাদেশে শত বাধা অতিক্রম করে তাঁর মানবিক কর্মকাণ্ড বাস্তবে রূপদান নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উপস্থিত গুণীজনরা মন্তব্য করেন।

অনুষ্ঠানে জামিল আহমেদ গত এক দশক পুরো সিলেট বিভাগজুড়ে তাঁর বিভিন্ন ধরণের চ্যারিটি কর্মকাণ্ড যেমন অসুস্থ মানুষের জন্য মেডিক্যাল ক্যাম্প ও চক্ষুশিবির আয়োজন, দরিদ্রদের জন্য আবাসন নির্মাণ, স্যানিটারি টয়লেট, সেলাই মেশিন প্রদান, স্কুলের শিশুদের দুপুরের খাবার বিতরণ, কর্মসংস্থানের জন্য রিকশা ও ভ্যান প্রদান, করোনাকালে খাবার সরবরাহসহ বিভিন্ন মানবিক তৎপরতার কথা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার সম্পর্কে বলতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশলের প্রাক্তন ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাজু আহমদ বলেন, নীতির ক্ষেত্রে জামিল আহমদ ছিলেন সবসময় আপোষহীন, সততার ক্ষেত্রে তিনি ছিলেন অনড়। এই নৈতিক দৃঢ়তা ও সততাই তাঁকে অবসর জীবনে দেশকে কিছু দেয়ার জন্য চ্যারিটি কাজে উদ্বুদ্ধ করেছে বলে তিনি মন্তব্য করে বলেন, জামিল আহমেদ চৌধুরীরা বাংলাদেশের আলোকবর্তিকা হয়েই থাকবেন।

উল্লেখ্য, জামিল চৌধুরী বাংলাদেশে রোটারী ক্লাব, সিলেট হার্ট ফাউণ্ডেশন, ডায়াবেটিক এসোসিয়েশনসহ নানা সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে সক্রিয়।  অনুষ্ঠানে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন চ্যারিটি কাজে সক্রিয় লণ্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক নজরুল ইসলাম বাসন বিভিন্ন চ্যারিটি কাজে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে এই বয়সেও এরকম কঠিন কাজ করে যাওয়ার জন্য জামিল আহমেদ চৌধুরীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি এসব কাজে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে পরামর্শমূলক বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানের সভাপতি পত্রিকা সম্পাদক ও লণ্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপনপূর্বক এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লোকমান আহমদ, লণ্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের মুহিবুর রহমান, পত্রিকা অনলাইন সংস্করণের প্রধান সৈয়দ ওয়াহিদ্দুজ্জামান শাহরিয়ার, সাংবাদিক আবদুল মুনিম ক্যারল, আশরাফ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।   

আরও কমিউনিটি সংবাদ

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

লণ্ডন, ১৭ জুন: ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ৬ জুলাই। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের উদ্যোগে ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এই উৎসবের। উৎসবকে সামনে রেখে গত শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত...

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

লণ্ডন, ১৭ জুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইংল্যাণ্ডের উত্তর-পশ্চিমান্ঞ্চলের বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব ৭১‘। বইটি লিখেছেন এজহিল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার তাসলিম শাকুর এবং ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা তরুণ প্রজন্মের লেখিকা শবনম আহসান।...

আরও পড়ুন »

 

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...