পত্রিকা প্রতিবেদন ♦
সিলেট, ২০ জুন: যুক্তরাজ্য থেকে সিলেট-ঢাকা রূটে বিমানের ভাড়া-বৈষম্য অবসানের আশ্বাস দিয়েছেন বিমান চেয়ারম্যান। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দাবীর প্রেক্ষিতে সম্প্রতি এই আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন।
সম্প্রতি ঢাকায় আয়োজিত ব্রিটিশ হাই কমিশনের এক অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের চেয়ারম্যানের কাছে বিমানের লণ্ডন-সিলেট ও ম্যানচেস্টার-সিলেট রূটে সরাসরি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ পাউণ্ড ভাড়া আদায়কে বৈষম্যমূলক অভিহিত করে তা ঢাকার যাত্রীদের সমান করার দাবী জানিয়েছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মেয়রের দাবীর প্রেক্ষিতে বিমান চেয়ারম্যান বলেন, ‘ঢাকা থেকে হিথ্রো বা ম্যানচেস্টারে যেতে যে ভাড়া গুণতে হয়, সিলেট থেকে যুক্তরাজ্যে সরাসরি যেতে তার চেয়ে বেশী ভাড়া দিতে হচ্ছে- বিষয়টি আমি জানতে পেরেছি। এ বিষয়ে আমি খোঁজ নিয়েছি। ঢাকা ও সিলেটের ভাড়ার ক্ষেত্রে এই বৈষম্য দূর করতে আমি শিগগিরই পদক্ষেপ নেব।’
উল্লেখ্য, গত ১২ জুন বুধবার ছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিবস। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে অভ্যাগতদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন। সেখানে অনানুষ্ঠানিক আলাপকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিমানের ভাড়ার বৈষম্যের বিমান চেয়ারম্যানের বিষয়টি নজরে আনেন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সম্প্রতি আমি লণ্ডন সফরকালে লণ্ডন-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরীসহ সেখানকার কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন সিলেট থেকে লণ্ডন বা ম্যানচেস্টারে যেতে ঢাকার চেয়ে ১শ’ পাউণ্ড ভাড়া বেশী দিতে হচ্ছে, যেটি বৈষম্যমূলক। এ নিয়ে কমিউনিটিতে অসন্তোষ রয়েছে। কমিউনিটি নেতৃবৃন্দ এ বিষয়ে আমাকে বিমান মন্ত্রী, বিমানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলে বিষয়টি সমন্বয়ের দাবী জানান।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিমান চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, বর্তমানে সিলেট-লণ্ডন ও সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের একাধিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। ভ্রমণ সময় কম লাগায় ও সরাসরি সিলেট যাওয়ার সুযোগ থাকায় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের মাঝে এসব ফ্লাইট খুবই জনপ্রিয় হয়েছে। কিন্তু লণ্ডন বা ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট যেতে বা আসতে হলে যাত্রীদেরকে ঢাকার ভাড়া থেকে প্রায় ১শ’ পাউণ্ড বেশী ভাড়া গুণতে হচ্ছে, যা অন্যায্য ও বৈষম্যমূলক। অবিলম্বে এই ভাড়া-বৈষম্য দূর করে ঢাকা ও সিলেটের ভাড়ায় সমতা আনার জন্য মেয়র আনোয়ারুজ্জামান বিমান চেয়ারম্যানের প্রতি দাবী জানান। এর প্রেক্ষিতে বিমান বাংলাদেশের চেয়ারম্যান, সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। অবিলম্বে এ বিষয়ে খোঁজ নিয়ে সিলেট ও ঢাকার বিমানের ভাড়ার এই বৈষম্য দূর করে ভাড়ার বিষয়টি সমন্বয় করা হবে। এ সময় বিমান চেয়ারম্যান আরো বলেন, কর্মজীবনে আমি দীর্ঘদিন সিলেটে কাটিয়েছি। সিলেটের প্রবাসী অধ্যুষিত দুটি উপজেলায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি। তাই ব্রিটেন প্রবাসীদের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। ব্রিটেন প্রবাসীরা যাতে বিমানযোগে আরো সহজে জন্মভূমি সিলেটে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে কাজ করে যেতে আমি আন্তরিক রয়েছি। এ সময় সেখানে উপস্থিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বিমানের ফ্লাইটে খাবারের মান উন্নয়নের জন্য বিমান চেয়ারম্যানের প্রতি দাবী জানালে বিমান চেয়ারম্যান অবিলম্বে এ বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।