আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

যুক্তরাজ্য

মেয়র আনোয়ারুজ্জামানের দাবীর জবাবে সিলেট-ঢাকা ভাড়া বৈষম্য অবসানের আশ্বাস দিলেন বিমান চেয়ারম্যান

২৪ জুন ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ | যুক্তরাজ্য

পত্রিকা প্রতিবেদন ♦

সিলেট, ২০ জুন: যুক্তরাজ্য থেকে সিলেট-ঢাকা রূটে বিমানের ভাড়া-বৈষম্য অবসানের আশ্বাস দিয়েছেন বিমান চেয়ারম্যান। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দাবীর প্রেক্ষিতে সম্প্রতি এই আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন।

সিলেট-ঢাকা ভাড়া বৈষম্য অবসানের বিষয়ে আলাপের পর ঢাকার লা মেরিডিয়ানে ভয়েস অফ সিলেটকে প্রতিক্রিয়া জানাচ্ছেন মেয়র আনোয়ারুজ্জামান ও বিমান চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দিন। এ সময় সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঢাকায় আয়োজিত ব্রিটিশ হাই কমিশনের এক অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের চেয়ারম্যানের কাছে বিমানের লণ্ডন-সিলেট ও ম্যানচেস্টার-সিলেট রূটে সরাসরি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ পাউণ্ড ভাড়া আদায়কে বৈষম্যমূলক অভিহিত করে তা ঢাকার যাত্রীদের সমান করার দাবী জানিয়েছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মেয়রের দাবীর প্রেক্ষিতে বিমান চেয়ারম্যান বলেন, ‘ঢাকা থেকে হিথ্রো বা ম্যানচেস্টারে যেতে যে ভাড়া গুণতে হয়, সিলেট থেকে যুক্তরাজ্যে সরাসরি যেতে তার চেয়ে বেশী ভাড়া দিতে হচ্ছে- বিষয়টি আমি জানতে পেরেছি। এ বিষয়ে আমি খোঁজ নিয়েছি। ঢাকা ও সিলেটের ভাড়ার ক্ষেত্রে এই বৈষম্য দূর করতে আমি শিগগিরই পদক্ষেপ নেব।’

উল্লেখ্য, গত ১২ জুন বুধবার ছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিবস। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে অভ্যাগতদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন। সেখানে অনানুষ্ঠানিক আলাপকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিমানের ভাড়ার বৈষম্যের বিমান চেয়ারম্যানের বিষয়টি নজরে আনেন।  মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সম্প্রতি আমি লণ্ডন সফরকালে লণ্ডন-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরীসহ সেখানকার কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন সিলেট থেকে লণ্ডন বা ম্যানচেস্টারে যেতে ঢাকার চেয়ে ১শ’ পাউণ্ড ভাড়া বেশী দিতে হচ্ছে, যেটি বৈষম্যমূলক। এ নিয়ে কমিউনিটিতে অসন্তোষ রয়েছে। কমিউনিটি নেতৃবৃন্দ এ বিষয়ে আমাকে বিমান মন্ত্রী, বিমানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলে বিষয়টি সমন্বয়ের দাবী জানান।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিমান চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, বর্তমানে সিলেট-লণ্ডন ও সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের একাধিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। ভ্রমণ সময় কম লাগায় ও সরাসরি সিলেট যাওয়ার সুযোগ থাকায় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের মাঝে এসব ফ্লাইট খুবই জনপ্রিয় হয়েছে। কিন্তু লণ্ডন বা ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট যেতে বা আসতে হলে যাত্রীদেরকে ঢাকার ভাড়া থেকে প্রায় ১শ’ পাউণ্ড বেশী ভাড়া গুণতে হচ্ছে, যা অন্যায্য ও বৈষম্যমূলক। অবিলম্বে এই ভাড়া-বৈষম্য দূর করে ঢাকা ও সিলেটের ভাড়ায় সমতা আনার জন্য মেয়র আনোয়ারুজ্জামান বিমান চেয়ারম্যানের প্রতি দাবী জানান। এর প্রেক্ষিতে বিমান বাংলাদেশের চেয়ারম্যান, সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। অবিলম্বে এ বিষয়ে খোঁজ নিয়ে সিলেট ও ঢাকার বিমানের ভাড়ার এই বৈষম্য দূর করে ভাড়ার বিষয়টি সমন্বয় করা হবে। এ সময় বিমান চেয়ারম্যান আরো বলেন, কর্মজীবনে আমি দীর্ঘদিন সিলেটে কাটিয়েছি। সিলেটের প্রবাসী অধ্যুষিত দুটি উপজেলায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি। তাই ব্রিটেন প্রবাসীদের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। ব্রিটেন প্রবাসীরা যাতে বিমানযোগে আরো সহজে জন্মভূমি সিলেটে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে কাজ করে যেতে আমি আন্তরিক রয়েছি। এ সময় সেখানে উপস্থিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বিমানের ফ্লাইটে খাবারের মান উন্নয়নের জন্য বিমান চেয়ারম্যানের প্রতি দাবী জানালে বিমান চেয়ারম্যান অবিলম্বে এ বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

সবচেয়ে বেশি পঠিত

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

লণ্ডন, ১২ আগস্ট: যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে আনীত তদন্ত সমাপ্ত ঘোষণা করে পার্লামেন্টারি কমিশনারের কাছ থেকে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।  ব্রিটিশ ট্যাবলয়েড মেইল এবার তিনি যে বাড়িতে...

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

লিফলেটে মেয়রের ছবি ব্যবহারের প্রশ্নে যা বললেন আজমাল মাশরুর পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ০১ জুলাই: পূর্ব লণ্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এণ্ড স্টেপনি আসনে এবার ভিন্নরকম এক নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। শুরুতে গাজা ইস্যু নিয়ে সরগরম এ আসনটি এখন লেবার নেতার বাংলাদেশিদের...

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

লণ্ডন, ২ জুলাই: আগামী বৃহস্পতিবার ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাওয়ার সময় আপনার সাথে একটি স্বীকৃত ফটো আইডি নিয়ে যেতে হবে। অনুমোদিত ফটো আইডি সাথে না থাকলে আপনি ভোট দিতে সক্ষম না-ও হতে পারেন। তাই আপনার ভোট...

যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

লণ্ডন, ১০ জুন: যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ও প্রতিশ্রুত ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে লণ্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। গত রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত এক বিশেষ...

আরও পড়ুন »

 

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

নজরুল ইসলাম বাসন ♦ বৃহত্তর সিলেটের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা ভাল কথা শোনা...