আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাজ্য

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

৩ জুলাই ২০২৪ ২:২৭ পূর্বাহ্ণ | যুক্তরাজ্য

লিফলেটে মেয়রের ছবি ব্যবহারের প্রশ্নে যা বললেন আজমাল মাশরুর

পত্রিকা ডেস্ক ♦

লণ্ডন, ০১ জুলাই: পূর্ব লণ্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এণ্ড স্টেপনি আসনে এবার ভিন্নরকম এক নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। শুরুতে গাজা ইস্যু নিয়ে সরগরম এ আসনটি এখন লেবার নেতার বাংলাদেশিদের নিয়ে আপত্তিকর মন্তব্য নিয়ে উত্তপ্ত।  এ আসনে মোট প্রার্থী আছেন ১১ জন। তবে সবচেয়ে বেশি আলোচনায় লেবার দলীয় প্রার্থী রুশনারা আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজমাল মাশরুর।

রুশনারা আলী গত ১৪ বছর যাবত এই এলাকায় লেবার দলের এমপি হিসেবে প্রতিনিধিত্ব করছেন। গত নির্বাচনে রুশনারা আলী ৩৭ হাজার ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। বিপরীতে আজমাল মাশরুর ইতিপূর্বে দুই দফা নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এবার গাজা ইস্যুতে লেবার দলের ভূমিকায় ক্ষুব্ধ জনতার পক্ষ নিয়ে প্রার্থী হয়েছেন আজমল মাশরুর।

নির্বাচনী প্রচারে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি আক্রমণ করে যাচ্ছেন। প্রচারণার শুরু থেকে আজমাল মাশরুর বলছেন, রুশনারা আলী গাজার মানুষের পক্ষ নিতে ব্যর্থ হয়েছেন। তিনি গাজায় যুদ্ধ বন্ধের জন্য ভোট দেননি। গাজায় ৪০ হাজারের মত মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু রুশনারা আলী যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নেননি।

নির্বাচনী লিফলেটে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়রের ছবি ব্যবহারের ব্যাখ্যা দিলেন স্বতন্ত্র প্রার্থী আজমাল মাশরুর

স্থানীয় এলাকার হাউজিং, ড্রাগ, এবং অপরাধদমনসহ কোনো কাজে রুশনারা আলীকে পাওয়া যায় না বলে অভিযোগ করছেন আজমল মাশরুর। আজমল মাশরুর প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে তিনি ফিলিস্তিন বিষয়ে ব্রিটিশ সরকারের নীতি বদলাতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে তিনি জোরালো ভূমিকা রাখবেন। সর্বশেষ লেবার নেতা কিয়ার স্টারমার বাংলাদেশিদের ডিপোর্ট করবেন বলে যে আপত্তিকর মন্তব্য করেছেন সেটির জন্যও রুশনারা আলীকে দোষারোপ করেন আজমল মাশরুর।

এছাড়া রুশনারা আলী তাকে নারীবিদ্বেষী হিসেবে প্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর। পাশাপাশি তাঁর লিফলেটে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়রে ছবি ব্যবহারে নিয়ে ওঠা প্রশ্নের জবাবও দেয়েছেন আজমাল মাশরুর।

এসবের জবাবে রুশনারা আলী এক সাক্ষাতকারে বলেন, একজন স্বতন্ত্র এমপি হয়ে তিনি বাংলাদেশিদের ডিপোর্ট ঠেকিয়ে দেবেন, ব্রিটিশ সরকারের নীতি বদলে ফেলবেন এবং ফিলিস্তিনকে স্বাধীন করে দেবেন। মানুষের হাউজিং সমস্যারও সমাধান করে ফেলবেন আবার অপরাধও দমন করে ফেলবেন। তিনি যদি একাই সবকিছুর সমাধান দিয়ে দিতে পারেন তাহলেও তো দেশে পার্টি আর প্রধানমন্ত্রী বা সরকারের দরকার নাই। একজন প্রার্থী যে মানুষকে এত প্রতিশ্রুতি দিচ্ছে এগুলো তিনি কীভাবে বাস্তবায়ন করবেন মানুষের উচিত সেটি জানতে চাওয়া। কমিউনিটির জন্য কাজ করতে গেলে, সরকারের নীতিতে প্রভাব রাখতে হলে অবশ্যই দলে থাকতে হয়। দলছুট হয়ে কিছু একলা কিছু অর্জন করা যায় না। লেবার দল ক্ষমতায় গেলে প্রায় ১৫ লাখ নতুন বাড়ি-ঘর বানানোর পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া মানুষের জন্য কল্যাণকর নানা উদ্যোগ ঘোষণা করেছে।

ফিলিস্তিনের ব্যাপারে তিনি বলেন, অক্টোবরের ২৭ তারিখে আমি আমার সহকর্মী কয়েকজন মিলে সিজ ফায়ারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছি। জাতিসংঘও এ ব্যাপারে আহবান জানিয়েছে। সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হয়, বিশেষ করে গাজায় যেভাবে হামলা করা হয়েছে, সেটি আমরা কোনোভাবেই সমর্থন করি না। সিজফায়ারের বিষয়ে পরবতীর্তে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পালার্মেন্টে একটি প্রস্তাব আনে। আমরা আমাদের দলের নীতি অনুযায়ী অন্য পার্টির প্রস্তাব সমর্থনও করিনি বা এর বিরুদ্ধেও যাইনি। আমরা বিরত থেকেছি। এর মানে হলো প্রস্তাবটিকে এগিয়ে যেতে দেয়া। আমাদের পলিসি হলো আমাদের নিজস্ব প্রস্তাবকে এগিয়ে নেয়া। আমাদের প্রস্তাবে যুদ্ধবিরতি রয়েছে। কিন্তু এটা নিয়ে অনেকেই বলেছেন আমরা সিজফায়ারে সমর্থন দিচ্ছি না। এটি একেবারেই সঠিক নয়। এছাড়া পার্লামেন্টে এসব প্রস্তাব আসার আগেই আমি আমার ওয়েবসাইটে এবং বিবৃতিতে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছি। আমি আমার পালার্মেন্টারি জীবনের পুরোটাই ফিলিস্তিনিদের জন্য ক্যাম্পেইন করেছি। আমার প্রথম বক্তব্যে থেকে গাজার অবরুদ্ধ অবস্থার অবসান ঘটানোর জন্য কথা বলে আসছি। আমি ২০১১ সালে দখলকৃত ফিলিস্তিনি এলাকাসহ অনেক স্থান সফর করেছি। ফিরে এসে পালার্মেন্টে ক্যাম্পেইন করেছি। আমাদের পার্টি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি সমর্থন করছে। 

সবচেয়ে বেশি পঠিত

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

লণ্ডন, ১২ আগস্ট: যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে আনীত তদন্ত সমাপ্ত ঘোষণা করে পার্লামেন্টারি কমিশনারের কাছ থেকে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।  ব্রিটিশ ট্যাবলয়েড মেইল এবার তিনি যে বাড়িতে...

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

লণ্ডন, ২ জুলাই: আগামী বৃহস্পতিবার ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাওয়ার সময় আপনার সাথে একটি স্বীকৃত ফটো আইডি নিয়ে যেতে হবে। অনুমোদিত ফটো আইডি সাথে না থাকলে আপনি ভোট দিতে সক্ষম না-ও হতে পারেন। তাই আপনার ভোট...

মেয়র আনোয়ারুজ্জামানের দাবীর জবাবে সিলেট-ঢাকা ভাড়া বৈষম্য অবসানের আশ্বাস দিলেন বিমান চেয়ারম্যান

মেয়র আনোয়ারুজ্জামানের দাবীর জবাবে সিলেট-ঢাকা ভাড়া বৈষম্য অবসানের আশ্বাস দিলেন বিমান চেয়ারম্যান

পত্রিকা প্রতিবেদন ♦ সিলেট, ২০ জুন: যুক্তরাজ্য থেকে সিলেট-ঢাকা রূটে বিমানের ভাড়া-বৈষম্য অবসানের আশ্বাস দিয়েছেন বিমান চেয়ারম্যান। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দাবীর প্রেক্ষিতে সম্প্রতি এই আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান,...

যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

লণ্ডন, ১০ জুন: যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ও প্রতিশ্রুত ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে লণ্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। গত রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত এক বিশেষ...

আরও পড়ুন »

 

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

নজরুল ইসলাম বাসন ♦ বৃহত্তর সিলেটের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা ভাল কথা শোনা...