লণ্ডন বাংলা প্রেসক্লাব চ্যাম্পিয়ান
লণ্ডন, ১০ অক্টোবর: লর্ডসে ব্যতিক্রমী প্রদর্শনী ক্রিকেট প্রতিযোগিতায় লণ্ডন বাংলা প্রেসক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। ক্যাপিটাল কিডস ক্রিকেটের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশী কমিউনিটির তিনটি দল অংশ নেয়। গত ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয় লর্ডস ক্রিকেট গ্রাউণ্ডের ইনডোর ভেন্যুতে এই টুর্নামেন্ট। খেলা শুরুর আগে ক্যানেরি ওয়ার্ফের ডাইরেক্টর ড. জাকির খানের পরিচালনায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের পরিচালক শহিদুল আলম রতন। তিনি বলেন, ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন বয়সীদের খেলাধূলার সাথে বিশেষ করে ক্রিকেটের তীর্থ বলে পরিচিত লর্ডসের সাথে সম্পৃক্ত করার প্রয়োজনী রয়েছে। আগামী বছর আরো বড় পরিসরে এই আয়োজন করবেন জানিয়ে তিনি বলেন, লর্ডসের সাথে আমাদের কমিউনিটির যোগাযোগ বৃদ্ধির উদ্দেশেই এই আয়োজন। এই সুযোগ সৃষ্টির জন্য ক্যাপিটাল কিডস ক্রিকেটকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন লণ্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজের এডভাইজার শাহগীর বখত ফারুক এবং সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ প্রমুখ। টুর্নামেন্টে লণ্ডন বাংলা প্রেসক্লাব, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ এবং ওয়ান ও ওয়ান অংশ গ্রহণ করে। এতে লণ্ডন বাংলা প্রেসক্লাব চ্যাম্পিয়ন এবং ওয়ান ও ওয়ান ক্লাব রানার্সআপ হয়। লণ্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন ইমরান আহমদ (ক্যাপ্টেন), মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সালেহ আহমদ, মো. আব্দুল কাইয়ুম, এমরান আহমদ, আব্দুল হান্নান, রেজাউল করিম মৃধা, আহাদ চৌধুরী বাবু, আনোয়ার শাহজাহান ও সারোয়ার হোসেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ক্রেস্ট প্রদান করা হয়।