লণ্ডন, ১০ অক্টোবর: এক যুগের সফলতাকে পাথেয় করে আগামী ১৫/১৬ অক্টোবর পূর্ব লণ্ডনের ব্রাডি আর্টস সেন্টারে এবং ১৭ অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে ১৩তম লণ্ডন বাংলা বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব। লণ্ডন বাংলা বইমেলা উদযাপন পর্ষদের আয়োজনে এবং?বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এই মেলায় উপস্থিত থাকবেন বাংলাদেশ এবং ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৫ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৫টায়। এতে প্রধান অতিথি হিশেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন সাবেক মুখ্য সচিব কবি
কামাল চৌধুরী, লণ্ডনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিম, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা এবং?ব্রিটেনের সবচেয়ে বেশী বাঙালী অধ্যুষিত এলাকা লণ্ডন বরা অব টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিক। আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তিকার আহকাম উল্লাহ। উদ্বোধনী দিনের সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন প্রখ্যাত কণ্ঠ শিল্পী মৌসুমী ভৌমিকসহ বিলেতের খ্যাতনামা শিল্পীরা। মেলার দ্বিতীয় দিন ১৬ অক্টোবর রোববারের আয়োজনে প্রধান অতিথি হিশেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ডঃ গওহর রিজভী। বিশেষ অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এবারের মেলায়?বাংলাদেশ থেকে ২০টি প্রকাশনা সংস্থা অংশ নেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বইমেলা চলবে শনি ও রোববার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। শনিবার বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত রয়েছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা। রোববার দিনব্যাপী থাকবে আলোচনাসহ স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পীবৃন্দের পরিবেশনা।
রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান
অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...