লণ্ডন, ৩০ অক্টোবর: যুক্তরাজ্য সফররত সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদকে নিয়ে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে লণ্ডনে। গত শুক্রবার ২৮ অক্টোবর শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে আয়োজিত সভায় অংশ নেন বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকরা। লণ্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরীর সভাপতিত্বে ও চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিলের পরিচালনায় এতে ইকবাল মাহমুদের সাংবাদিকতা ক্যারিয়ার, বিলেতের বাংলা গনমাধ্যম ও প্রবাসীদের সাথে ঘনিষ্ঠতাসহ নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সাবেক সভাপতি মুহাম্মদ বেলাল আহমেদ, বিবিসির বাংলা বিভাগের প্রযোজক মোয়াজ্জেম হোসেইন, প্রথম আলো নর্থ আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি রহমত আলী, সাবেক সহসভাপতি মাহবুব রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের, মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন কয়েছ, দৈনিক জালালাবাদের পৃষ্ঠপোষক আব্দুল মুনিম জাহেদি ক্যারল, দ্যা সানরাইজ টুডে সম্পাদক এনাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক আকবর হোসেন, চ্যানেল এসের রিপোর্টার ফয়সল মাহমুদ, বিলেত টিভির রিপোর্টার আলাউর রহমান শাহিন, আই অন টিভির নিউজ এডিটর মুহিতুর রহমান বাবলু, সানরাইজ টুডের সাংবাদিক হাসনাত চৌধুরী, প্রেস ক্লাব সদস্য বদরুজ্জামান বাবুলসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মেধাবী সাংবাদিক ইকবাল মাহমুদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সিলেট প্রেস ক্লাবে দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর ব্যতিক্রমী ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। এছাড়া রিপোর্টিংয়ের মাধ্যমে দেশে প্রবাসীদের সমস্যা-বিড়ম্বনার চিত্র তুলে ধরতে তাগিদ দেন সিনিয়র সাংবাদিকরা। ইকবাল মাহমুদ তাঁর বক্তব্যে?সৌজন্য সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এছাড়া অনুষ্ঠানের এক পর্যায়ে অংশ নেন মাগুরা ষড়যন্ত্র মামলায় হয়রানীর শিকার সদ্য বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পাওয়া কমিউনিটি নেতা জামাল উদ্দীন মকদ্দুছ। তিনিসহ আরো ৬ প্রবাসী বিনিয়োগকারীর সাথে বাংলাদেশে বিভিন্ন মহলের অগ্রহণযোগ্য আচরণের ঘটনার বর্ণনা তিনি তাঁর বক্তৃতায় তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারকসম্বলিত কিছু শুভেচ্ছা উপহার অতিথির হাতে তুলে প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান
অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...