লণ্ডন, ৩১ অক্টোবর: লণ্ডনের জনপ্রিয় আয়োজন এবারের ‘লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০শে নভেম্বর রোববার। পূর্ব লণ্ডনের ম্যানর পার্কে অবস্থিত রিজেন্সি হলে দুপুর ১২টা থেকে শুরু হয়ে এ মেলা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের আয়োজনে অংশ নিচ্ছে স্থানীয় ওয়েডিং সার্ভিস, ওয়েডিং প্ল্যানার্স, মেইকআপ আর্টিস্ট, ফ্লোরিস্ট, ফটোগ্রাফার্স, কারস, বিয়ের পোষাক, জুয়েলার্স, ডিজাইনার্স কোম্পানি, হেনা আর্টিস্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া থাকবে ভেন্যু, ক্যাটারিং, আউটফিটস, স্টেইজ ডেকোরেশনসহ বিয়েশাদী সংক্রান্ত প্রায় ৬০ ধরনের সেবার প্রদর্শনী। পাশাপাশি থাকছে নানা সুস্বাদু খাবারের স্টল। এই আয়োজনে উপস্থিত হতে কোন প্রবেশমূল্য?নেই। উল্লেখ্য, মূলত কমিউনিটি সেবার অংশ হিশেবেই ‘লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার’ আয়োজন শুরু করেছিলেন চ্যানেল এস-এর প্রযোজক আহাদ আহমেদ। এবারের ‘লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার’ ষষ্ঠ বছরে পড়বে। ‘ওয়েডিং ফেয়ার’ দিন দিন কমিউনিটির অন্যতম জনপ্রিয় আয়োজনে পরিণত হয়েছে বলে জানালেন লণ্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের উদ্যোক্তা ও চীফ এক্সিকিউটিভ সোহানা আহমদ এবং ম্যানেজিং ডাইরেক্টর আহাদ আহমেদ। অতীতের আয়োজনগুলোর সাফল্যের ধারাবাহিকতায় ‘লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার’ দিন দিন আরো জনপ্রিয় হয়ে ওঠবে এবং?কমিউনিটির সেবায় আরো বেশী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে উদ্যোক্তা দম্পতি আশা প্রকাশ করেছেন। তারা বিগত বছরের মতো এবারো এই আয়োজনে সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে?মেলা সফল করতে দর্শকদের আন্তরিক উপস্থিতি কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান
অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...