লণ্ডন, ৯ নভেম্বর
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর পূর্ব লণ্ডনের ক্যানারি ওয়ার্ফের ডকসাইড ভ্যানুতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় লণ্ডন ও লণ্ডনের বাইরে থেকে মোট ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন। চারটি বিষয়বস্তুর ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন বিবিসি বাংলা বিভাগের প্রযোজক মোয়াজ্জেম হোসাইন। ‘কমিউনিটি টিভি সাংবাদিকতা” বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন চ্যানেল এস টিভির সদ্যসাবেক চিফ রিপোর্টার ও লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মাদ জুবায়ের। ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন রানার মিডিয়ার পরিচালক এবং লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার আ স ম মাসুম এবং ‘সংবাদ তৈরিতে প্রচলিত ভুল পরিহারের করণীয়’ বিষয়ে আলোচনা তুলে ধরেন প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। কর্মশালায় অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ব্রিটেনের মূলধারার মিডিয়া মেট্রো অনলাইনের ‘ডেপুটি পিকচার এডিটর’ হিসেবে কর্মরত বাংলাদেশ-ব্রিটিশ সাংবাদিক আবু আনাস চৌধুরী। তিনি মূলধারার মিডিয়ায় কাজ করার প্রেক্ষাপট, অভিজ্ঞতা ও সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। তিনি পূর্ব লণ্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর পুত্র। লণ্ডন বাংলা প্রেস ক্লাবের অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি এমরান আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালকের ভূমিকা পালন করেন প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। কর্মশালা আয়োজনে সহযোগিতায় ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ, এসিসটেন্ট সেক্রেটারি সাঈম চৌধুরী, নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু ও নাজমুল হুসাইন। কর্মশালা শেষে অংশগ্রহণকারিদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন কর্মশালার স্পনসর ইউটিলাইজ প্রজেক্টের প্রতিষ্ঠাতা মাহমুদ শাহনেওয়াজ ও স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জিইসিসি’র পরিচালক মো. আখলাকুর রহমান। সমাপনী পর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি এমরান আহমেদ ভবিষ্যতে লণ্ডনের বাইরেও এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে বলে জানান। কর্মশালায় অংশগ্রহণকারি সদস্যদের অনেকেই এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।