লণ্ডন, ১৪ নভেম্বর: স্বাধীনতা ট্রাস্ট কর্তৃক ৬ নভেম্বর পূর্ব লণ্ডনের বেথনাল গ্রীন লাইব্রেরিতে রাইটআইডিয়া সাহিত্য উৎসব এর অংশ হিসেবে ‘বাংলাদেশ ৫০’ ফটো অ্যালবামের উপর ভিত্তি করে একটি আলোচনার আয়োজন করা হয়। সঞ্চালনা করেন আইডিয়া স্টোরস এর রাজু নাথান, বক্তব্য রাখেন স্বাধীনতা ট্রাস্টের চেয়ারপারসন জুলি বেগম, এবং পরিচালক আনসার আহমেদ উল্লাহ। উপস্থাপনা শেষে আলোকচিত্রগ্রাহক আবুল লেইছ শ্যামলের ছেলে আবুল সায়েম এবং ভাতিজা মফিজ রব অন্যান্যদের মধ্যে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। জুলি বেগম বলেন, ২০২১ সালে লণ্ডনে পূর্ব লণ্ডনের বাঙালি কমিউনিটি উদযাপন করেছিল বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, সেইসাথে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সেই উদযাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ স্বাধীনতা ট্রাস্ট ‘বাংলাদেশ ৫০’ শিরোনামে একটি স্মারক অ্যালবাম প্রকাশ করেছে। বইটিতে প্রায় ৪০ ফটোগ্রাফার আবুল লেইছ শ্যামলের ১৯৭১ সালে তোলা বিরল সাদা-কালো ঐতিহাসিক বেশ কিছু ফটোগ্রাফ রয়েছে। এই ছবিগুলির মধ্যে অন্যায় এবং সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থানের চিত্র ফুটে উঠেছে এবং স্বৈরাচার ও স্বৈরশাসকদের বিরুদ্ধে সকল আন্দোলনের অনুপ্রেরণা। প্রায় সব ছবিই সিলেটে তোলা। উদ্যোক্তারা বলেছেন, লণ্ডনবাসী এই চিত্রগুলিতে তাদের দৈনন্দিন সংগ্রামের সাথে চলমান এবং প্রাসঙ্গিক উভয়ই খুঁজে পাবে। আনসার আহমেদ বলেন আমরা চেয়েছি বাংলাদেশের যুদ্ধকে জনগণের আন্দোলন হিসাবে উত্তাপন করতে যেটি অগত্যা যুদ্ধের দিকে মনোনিবেশ না করে, যেখানে সমগ্র জনসংখ্যা, পুরুষ, মহিলা এমনকি শিশুরাও অন্যায়ের বিরুদ্ধে উঠেছিল। বাংলাদেশ ফিফটি বইটি ব্রিক লেন বুক শপে পাওয়া যাচ্ছে। প্রকাশ করেছে স্বাধীনতা ট্রাস্ট ও ১০১ বিজনেস ক্লাব।
রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান
অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...