ময়নূর রহমান বাবুল সভাপতি, একে এম আবদুল্লাহ সেক্রেটারি ও আনেয়ায়ার শাহজাহান কোষাধ্যক্ষ
লণ্ডন, ১৩ নভেম্বর: সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি হিশেবে ময়নূর রহমান বাবুলকে এবং?সাধারণ সম্পাদক একে এম আবদুল্লাহ ও কোষাধ্যক্ষ হিশেবে আনোয়ার শাহজাহান আরেক মেয়াদের জন্য?নির্বাচিত হয়েছেন। গত রোববার ব্রিক লেইনের প্রিন্সলেট স্ট্রিটস্থ দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে তাদেরকে পুনরায়?স্ব স্ব পদে নির্বাচিত করা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনসংশ্লিষ্ট সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় সভাপতি ময়নূর রহমান বাবুলের স্বাগত বক্তৃতার পর সম্মেলনে সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক এ কে এম আবদুল্লাহ, এবং আয়-ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আনোয়ার শাহজাহান। কোষাধ্যক্ষের রিপোর্টে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ৪-৫ সেপ্টেম্বর ২০২২ সালে বইমেলা সম্পন্ন করার পর সংগঠনের তহবিলে উদ্বৃত্ত রয়েছে বলে জানানো হয়। উভয় রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন কবি আবু মকসুদ, লেখক সুজাত মনসুর, ছড়াকার সৈয়দ হিলাল সাইফ, মুস্তফা জামান চৌধুরী, লেখক নূরুল হক, কবি এম মোসাইদ খান, কবি আবুল কালাম আজাদ ছোটন, সাংবাদিক রহমত আলী, কবি মুহাম্মদ মুহিদ, লেখক নূরুন্নবী, কবি মোহাম্মদ ইকবাল, কবি আতাউর রহমান মিলাদ, লেখক ফারুক আহমদ। সংগঠনের পক্ষে তখন সভাপতি সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সকল সদস্য, দাতা, ব্যবসায়ী, এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। দ্বিতীয়পর্বে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন লেখক ফারুক আহমদ, কবি আতাউর রহমান মিলাদ ও সংগঠক ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় উপস্থিত সদস্যরা বর্তমান কমিটিকে আগামী মেয়াদের দুই বছরের জন্য পুনঃনির্বাচিত করেন। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি নুরুল ইসলাম, কাজল রশিদ ও আবুল কালাম আজাদ ছোটন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোসাইদ খান ও স্মৃতি আজাদ, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ মুহিদ; সাংগঠনিক সম্পাদক মুস্তফা জামান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল, মিডিয়া এণ্ড পাবলিকেশন সেক্রেটারি জুয়েল রাজ, ফাণ্ডরেইজিং সেক্রেটারি মোহাম্মদ শরিফুজ্জামান, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি হেনা বেগম। সদস্যবৃন্দ হলেন- ফারুক আহমদ, ইকবাল হোসেন বুলবুল, আতাউর রহমান মিলাদ, আবু মকসুদ, আবু তাহের, শাহাদাত করিম, সৈয়দ হিলাল সাইফ, শামীম আহমদ, ফারহ নাজ, সাগর রহমান, সায়েম উদ্দিন খন্দকার ও রহমত আলী।