সৈয়দ আনাস পাশা সভাপতি, মুনিরা পারভীন ও স্মৃতি আজাদ সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ আনাম হক
লণ্ডন, ১৪ নভেম্বর: ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ আনাস পাশা নির্বাচিত হয়েছেন। এছাড়া যৌথভাবে সাধারণ সম্পাদক হয়েছেন মুনিরা পারভীন ও স্মৃতি আজাদ এবং কোষাধ্যক্ষ হয়েছেন আনাম হক। সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে তাদেরকে নির্বাচিত করা হয়। গত ১৩ নভেম্বর পূর্বলণ্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দ এনামুল ইসলাম। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিরা পারভীন। আর্থিক রিপোর্ট পেশ করেন আনাম হক। এর আগে সভাপতি সৈয়দ এনামুল ইসলাম স্বাগত বক্তব্যে গত এক বছরের সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। সভায় কোভিড বিপর্যয়কালে সংগঠনকে সক্রিয় রাখা, বাংলাদেশের যুদ্ধাপরাধী বিচার নিশ্চিত, একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতিদান ক্যাম্পেইন ইত্যাদির পাশাপাশি স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপনসহ সংগঠনের নানা কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরা হয়। সাধারণ সভায় বক্তব্য রাখেন সৈয়দ আনাস পাশা, কেন্দ্রীয় সদস্য আনসার আহমদ উল্লাহ, নিলুফা ইয়াসমীন হাসান, মতিয়ার চৌধুরী, জামাল খান ও শাহ মুস্তাফিজুর রহমান বেলালসহ সদস্যবৃন্দ। সাধারণ সভা শেষে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, মাহমুদ এ রউফ ও আনসার আহমদ উল্লাহ। কমিশনকে সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান ও কবি হামিদ মোহাম্মদ। নির্বাচনে একমাত্র সাধারণ সম্পাদক পদে ব্যালট পেপারে ভোট হয়। এতে সমান সমান ভোট হওয়ায় প্রার্থী মুনিরা পারভীন ও স্মৃতি আজাদকে ছয়মাস করে এক বছর দায়িত্ব পালন করার সিদ্ধান্ত দেয়া হয়। এছাড়া সভাপতি পদে সৈয়দ এনামুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করে নিলে সৈয়দ আনাস পাশা সভাপতি নির্বাচিত হন। অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দ্বিতা হয়নি। কমিটি অন্যান্য দায়িত্বলীশরা হলেন- সহসভাপতি নিলুফা ইয়াসমীন হাসান, হরমুজ আলী, মতিয়ার চৌধুরী, মকিস মনসুর, জামাল খান এবং সংগঠনের অন্যান্য শাখাপ্রধানগণ, এ্যাসিস্টান্ট সেক্রেটারি শাহ মুস্তাফিজুর রহমান বেলাল ও জুয়েল রাজ, অর্গেনাইজিং সেক্রেটারি সুশান্ত দাস প্রশান্ত, আন্তর্জাতিক সেক্রেটারি নাজমা হোসেইন, ইনফরমেশন ও রিসার্চ সেক্রেটারি রোকসানা পারভীন জোসনা, প্রেস সেক্রেটারি আস ম মাসুম, পাবিলিকেশন সেক্রেটারি রুমানা রাখি এবং কার্যকরি সদস্য সেলিনা আক্তার জোসনা, জেসমিন চৌধুরী ও সকল শাখার সেক্রেটারি। সাধারণ সম্পাদক মুনিরা পারভীন সংগঠনের পক্ষে একাত্তরের গণহত্যার স্বীকৃতি ক্যাম্পেইন অব্যাহত রাখাসহ কর্মসূচীভিত্তিক কয়েকটি প্রস্তাব উত্থাপন করলে সভায় সেগুলো গৃহীত হয়।