দিলু নাসের
অনেক দেশে শীত এসেছে
বদলেছে রঙ পাতার
এমন দিনে রোদ ঝলমল
মরুর তীর্থ কাতার।
গরম হাওয়ায় তেইশতম
ওয়ার্ল্ডকাপ ফুটবল
অংশগ্রহণ করছে তাতে
বত্রিশটি দল।
দোহাসহ সব শহরে
রুদ্র ঝলমল
রাস্তাঘাটে নানান দেশী
মানুষজনের ঢল। 
বড় বড় অনেক দেশ-ই
এই আসরে নাই
কিন্তু অনেক ছোটখাটো
দেশ পেয়েছে ঠাঁই।
খেলছে এবার কাতার, ইরান,
সৌদি, তিউনিসিয়া
হল্যাণ্ড, ইংল্যাণ্ড, পোল্যাণ্ড আছে-
জাপান, অস্ট্রেলিয়া।
সুইজারল্যাণ্ড, ডেনমার্ক আর
শীত প্রধান দেশের মানুষ
করবে রোদে স্নান। 
ইকুয়েডর, মরক্কো ও
স্পেন, আমেরিকা
মরুর বালি মাখবে মাথায়
ওয়েলস, কোস্টারিকা। 
আফ্রিকার ক্যামেরুন আর 
ঘানা, সেনেগাল 
গোল দিয়ে আকাশ পানে
মারবে জুড়ে ফাল। 
পর্তুগাল, উরুগুয়ে, 
দক্ষিণ কোরিয়া 
লাল-সাদা জার্সি পরে
খেলবে ক্রোয়েশিয়া।
সার্বিয়া আর মেক্সিকো 
বেলজিয়াম ও ফ্রান্স 
কেউ জানিনা জয়ী হওয়ার
কার রয়েছে চান্স 
ব্রাজিল এবং আর্জেন্টিনা 
এই বছরও শীর্ষে 
তাদের অনেক ভক্ত আছে 
ছড়িয়ে সারা বিশ্বে। 
পর্তুগালের রোনালদো আর 
আর্জেন্টিনার মেসি 
গত কয়েক বছর থেকে 
জনপ্রিয় বেশী। 
ওয়ার্ল্ডকাপে এবার হবে 
তাদের সমাপ্তি 
শেষ খেলাতে মিলতে পারে
প্রাণ জুড়ানো প্রাপ্তি।
নভেম্বরে শুরু হওয়া 
ফুটবল ওয়ার্ল্ডকাপ 
বিশ্ব জুড়ে সকল দেশে 
ছড়াবে উত্তাপ। 
বত্রিশটি দেশের মানুষ 
দিচ্ছে জোরে তালি
এই আসরে নেই এবারও
দাপুটে ইতালি! 
তবুও খেলা উঠছে জমে 
জমবে আরো ভালো 
বিশ্বকাপে বিশ্ব জুড়ে 
ছড়িয়ে দিক আলো। 
বহুজাতিক মানুষজনের
আনন্দময় শোর 
করে যেন মানবজাতির 
মনের আঁধার দূর।   


