লণ্ডন, ১৯ নভেম্বর: সম্মানজনক ফ্রিডম অব দ্য সিটি অব লণ্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী। শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আশিদ আলীকে এ সম্মাননা প্রদান করা হয়। গত ১৫ নভেম্বর মঙ্গলবার লণ্ডনের গিল্ডহলে সম্মাননাটি তুলে দেন ক্লার্ক টু দ্য চ্যাম্বারলেইন।
ফ্রিডম অব দ্য সিটি অব লণ্ডন সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আশিদ আলী বলেন, এটি আমার স্কুলের শিক্ষার্থী ও স্টাফদের অনুপ্রাণিত করবে। এই সম্মাননা শিক্ষাক্ষেত্রে আরও অধিক কাজ করতে আমাকে উৎসাহিত করবে। এ সম্মানজনক পুরস্কার ব্রিটেনের রাজ পরিবারের ১১ জন সদস্য পেয়েছেন। তাদের মধ্যে হলেন, প্রিন্স জর্জ-ডিউক অব ক্যামব্রিজ, প্রিন্সেস ডায়না, প্রিন্স চার্লস-প্রিন্স অব ওয়েলস, প্রিন্স এ্যাডওয়ার্ড-আর্ল অব ওয়াসেক্স প্রমুখ। উচ্চ মর্যাদার এ পুরস্কার ব্রিটেনের সদ্য প্রয়াত রানী এলিজাবেথ দ্বিতীয় এবং তার মা এলিজাবেথ প্রথম, দুজনই পেয়েছেন। তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, মার্গারেট থ্যাচারসহ ডিউক অব ওয়েলিংটন, নেলসন ম্যাণ্ডেলা, জওহর লাল নেহেরু, আর্চ বিশপ অব ক্যান্টারবেরি, জাতিসংঘের প্রাক্তন মহসচিব কফি আনানও পেয়েছেন এ পুরস্কার।
এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমির ভাইস প্রিন্সিপাল আশরাফ খান, চেয়ার অব গভর্নরস এণ্ড্রু ডাউসেট, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার মাহবুব আলম মামুন ও লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমির স্টাফ মুহি মিকদাদসহ স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী। উল্লেখ্য, সিলেটের নবীগঞ্জের সন্তান আশিদ আলী বেড়ে উঠেছেন নর্থ ইংল্যাণ্ডের ও?হামে। গত ২০ বছর ধরে তিনি লণ্ডনে শিক্ষকতা করছেন। এর আগে ২০১৪ সাল পর্যন্ত ফরেস্ট গেইট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। এর পর থেকে দায়িত্ব পালন করছেন লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল হিসেবে। তার সঠিক নেতৃত্বে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমি। শিক্ষা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রে তিনি বিশেষ ভুমিকা রেখে যাচ্ছেন তরুণ বয়স থেকে।