লণ্ডন, ১৯ নভেম্বর: ব্রিটেনে বাঙালি কমিউনিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে।
গত ১৫ নভেম্বর সংগঠনের স্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ট্রাস্টের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাফি আহমেদ। পূর্ব লণ্ডনের হোয়াইটচ্যাপেল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক লিডার হেলাল আব্বাস, সাবেক স্পিকার খালিছ উদ্দিন, সাবেক স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, কাউন্সিলার সদরুজ্জামান খান, সাবেক কাউন্সিলার হেলাল উদ্দিন, কাউন্সিলার কামরুল ইসলাম মুন্না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুর রব, আব্দুল করিম, আলী আহসান খান দিপু, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নাজিরবাজার ওয়েল ফেয়ার এণ্ড এডুকেশন ট্রাস্ট এর সভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক এম এ আলী, দয়ামীর ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান লাভলু, লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এনামুল হক, সাবেক সভাপতি সুরত আলী, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট এর সহ-সভাপতি মোশাহিদ আলী, ইলিয়াস আলী, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান, প্রচার সম্পাদক কামাল আহমেদ বাবুল, সদস্য সাদেক আলী ও সাংবাদিক এনাম চৌধুরী।