পত্রিকা ডেস্ক
লণ্ডন, ০৫ ডিসেম্বর: প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক মরহুম আব্দুল গাফফার চৌধুরীর লেখা দুটি গান বাজারে আসছে আগামী ১১ ডিসেম্বর। ‘মা তুই আমারে একলা ফেলে কোথায় চলে গেলি’ এবং ‘সালাম তোমায় হে বীর যোদ্ধা, হে শহীদ সোলেমান’ শীর্ষক গান দুটি এদিন পূর্ব লণ্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বিশেষ আয়োজনের মাধ্যমে গান দুটির শুভমুক্তি ঘোষণা করা হবে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়।
দুটি গানের শুভমুক্তির পাশাপাশি অনুষ্ঠানে থাকছে শিল্পী তৃপ্তি চক্রবর্তীর একক সংগীত পরিবেশনা। ‘মা তুই আমারে একলা ফেলে কোথায় চলে গেলি’ গানটি মেয়ে বিনিতা চৌধুরীকে নিয়ে লিখেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। চলতি বছরের ১৩ এপ্রিল দুরারোগ্য রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন বিনিতা চৌধুরী। এর মাসখানের মাথায় ১৯ মে চিরবিদায় নেন আব্দুল গাফফার চৌধুরী। বিনিতা চৌধুরীর মৃত্যুর পরপরই মেয়ের মৃত্যুশোকে কাতর আব্দুল গাফফার চৌধুরী হাসপাতালের বিছানায়ে হারানো মেয়েকে নিয়ে একটি মর্মস্পর্শী গীতি কবিতা লেখেন। আর অপর গানটি শহীদ সুলেমানকে নিয়ে আব্দুল গাফফার চৌধুরীর লেখা কবিতায় সুর দিয়ে করা।
মোহাম্মদ আজিজ ও তৃপ্তি চক্রবর্তীর তত্ত্বাবধানে এই দুটি গানের সুর সন্ধানের কাজ করেন। ‘সালাম তোমায় হে বীর যোদ্ধা, হে শহীদ সোলেমান’ গানটির সুর করেছেন মুক্তিযোদ্ধা ও শিল্পী শামসুল হুদা। গানটিতে কণ্ঠ দিয়েছেন শামসুল হুদা (সুরকার নিজে) ও তৃপ্তি চক্রবর্তী। কোরাসে অংশ নিয়েছেন সেলিনা আলম, মোমিন হোসেন, কৌসিক দে ও সৌমিক দে। এ গানটির প্রযোজনা করেছে শহীদ সুলেমান স্মৃতি সংসদ ইউকে। আর আব্দুল গাফফার চৌধুরীর মেয়ে বিনিতা চৌধুরীকে নিয়ে লেখা ‘মা তুই আমারে একলা ফেলে কোথায় চলে গেলি’ গানটির সুর করেছেন শাস্ত্রীয় সংগীতজ্ঞ বাদল প্রামাণিক। এ গানের শিল্পী তৃপ্তি চক্রবর্তী ও সুরকার বাদল প্রামাণিক নিজেই। গানটির তথ্যসূত্র সংগ্রহ, গবেষণা ও পরিকল্পনা করেছেন মোহাম্মদ আজিজ ও তৃপ্তি চক্রবর্তী। এ গানের প্রযোজনা করেছে ‘শেখ মুজিব রিসার্চ সেন্টার ইউকে’।