☀ We are Hiring ☀

PROJECT COORDINATOR

Bengali Drama: Narratives of Time (1963–2013)
Location: East London
Salary: £36,996 pro rata
Hours: 17.5 per week; Duration:18 months

For an application pack:

Email: info@artswithoutborders.co.uk
Deadline: 8 December 2024, 11:59 pm
Only successful applicants will be contacted
Online Interviews to be conducted on 13 December 2024

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

কমিউনিটি

শেফ খলিলুর রহমানের ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড লাভ

৫ ডিসেম্বর ২০২২ ১১:১২ অপরাহ্ণ | কমিউনিটি

 ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’ চালুর ঘোষণা

লণ্ডন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ

লণ্ডন, ০৫ ডিসেম্বর: যুক্তরাস্ট্রের খ্যাতিমান শেফ, নিউ ইয়র্কের জনপ্রিয় খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ২০২২ লাভ করেছেন। গত ২৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় বাটারসির ‘দ্য এভালুশন লণ্ডনে’ অনুষ্ঠিত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ১৮তম আসরে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়। যুক্তরাজ্যের বাইরে কোনও শেফ প্রথম এই এ্যাওয়ার্ড লাভ করলেন। ব্রিটিশ এমপি, রাজনীতিক, মুলধারা ও বাংলা মিডিয়ার সাংবাদিকসহ প্রায় দুই সহস্রাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে শেফ খলিলের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন কারি অ্যাওয়ার্ডস-এর প্রবর্তক মরহুম এনাম আলীর ছেলে, প্রতিষ্ঠানের ডাইরেক্টর জেফরি আলী। আমেরিকান কারি অ্যাওয়ার্ডস আয়োজনের ঘোষণা এদিকে, ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে পূর্ব লণ্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক ‘মিট দ্যা প্রেস’ সভায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কারির সুনাম ছড়িয়ে দিতে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’ চালুর ঘোষণা দেন শেফ মোহাম্মদ খলিলুর রহমান। সভায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন সেক্টরে বাংলাদেশিরা ভালো করছে। পিছিয়ে নেই রেস্টুরেন্ট ব্যবসাতেও। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের শত শত রেস্টুরেন্ট আছে। এসব রেস্টুরেন্টের সুনামকে যুক্তরাষ্ট্রের মূলধারায় তুলে ধরার জন্য আয়োজন করা হবে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’। ২০২৩ সালে অনুষ্ঠিত হবে এ আয়োজনের প্রথম আসর। খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি কারি হাউজ থাকলেও সেগুলো এখনো সংগঠনিক ভিত্তি পায়নি। কারি ব্যবসায়ীদেয় অনুপ্রেরণা দেয়ার জন্য কোনো এওয়ার্ডস এখনো নেই। যুক্তরাষ্ট্রের কারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে একটি শক্ত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে এবং এসব ব্যবসায়ীর মুখপত্র হিসেবে ভূমিকা রাখতেই কাজ করবে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’।

মাস্টার শেফ খলিলুর রহমান জানান, তাঁর মালিকানাধীন খলিল বিরিয়ানি হাউজ নিউ ইয়র্ক তথা পুরো যুক্তরাষ্ট্রজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত খাবারের একটি ব্র্যাণ্ড যা বর্তমানে যুক্তরাষ্ট্রের খাদ্যরসিকদের কাছে খুব জনপ্রিয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই নয়, স্থানীয় আমেরিকানসহ বিশ্বের নানান জাতি-গোষ্ঠীর মানুষ এই বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে আসেন। সুস্বাদু ও মানসম্পন্ন খাবার এবং অনন্য গ্রাহক সেবার পাশাপাশি জনসেবামূলক কাজের জন্য শেখ মোহাম্মদ খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম বেসামরিক মর্যাদাপূর্ণ পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাওয়ার্ডস’ পেয়েছেন। লিখিত বক্তব্যে খলিলুর রহমান আরো বলেন, যুক্তরাজ্যের কারি ইণ্ডাস্ট্রি বিশ্বব্যাপী খ্যাত। লণ্ডন হলো বিশ্বের কারি ক্যাপিটাল। এখানকার ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসসহ অন্যান্য কারি এওয়ার্ডসগুলো বিশ্বজুড়ে সমাদৃত। সেকারণেই আমেরিকান কারি অ্যাওয়ার্ডস আয়োজনের ঘোষণা দেয়ার জন্য লণ্ডনের চাইতে উপযুক্ত স্থান আর কোনোটি নয়। তিনি বলেন, আয়োজনের দিক দিয়ে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস অনেকটা যুক্তরাজ্যের কারি এওয়ার্ডগুলোর মতই হবে। তবে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকবে। সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আয়োজনের ব্যাপ্তির জায়গায়। যুক্তরাজ্যের কারি এওয়ার্ডগুলো মূলত ইউকেভিত্তিক। শুধু বৃটেনের রন্ধনশিল্পীরা এতে অংশ নেন। কিন্তু আমেরিকান কারি অ্যাওয়ার্ডস হবে আরো বৃহৎ। বিশ্বের যেকোনো প্রান্তের রন্ধনশিল্পের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে। ১২ থেকে ১৫টি ক্যাটাগরিতে দেয়া হবে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খলিলুর রহমান জানান, ২০১৭ সালে নিউ ইয়র্কে খলিল বিরিয়ানি হাউজ যাত্রা শুরু করে। খাদ্যপ্রেমী ও গ্রাহকদের ক্রমবর্ধমান পছন্দের ধারাবাহিকতায় খলিল বিরিয়ানি হাউজের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে একে একে যাত্রা শুরু করে খলিল হালাল চায়নিজ, খলিল সুইটস অ্যাণ্ড বেকারি এবং আমেরিকান ফাস্টফুড খলিল পিৎজা এণ্ড গ্রীল। সম্প্রতি তাঁরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নামানুসারে ‘বাইডেন বিরিয়ানি’ নামে নতুন একটি ডিশ চালু করেছেন। ব্যতিক্রমী এই ডিশটি আমেরিকায় বেশ আলোচিত হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স-মাস্টার্স করা খলিলুর রহমান বলেন, মানুষকে সুস্বাদু এবং ভালো খাবার পরিবেশনের নেশা থেকেই আমি এই পেশায় এসেছি। আমার হয়তো অন্য পেশায় যাবার কথা ছিল। কিন্তু নেশা এবং নিয়তি আমাকে বানিয়েছে শেফ।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সাপ্তাহিক জনমতের সহ সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর এনামুল হক এনাম। সাপ্তাহিক জনমতের সম্পাদক সৈয়দ নাহাস পাশা, যুক্তরাষ্ট্রের টাইমস টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাবিব রহমান ও এসই ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ ইয়াওর।

লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ

এদিকে ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সেলিব্রেটি শেফ খলিলুর রহমান তাঁর বৃটিশ কারি অ্যাওয়ার্ড লাভ উপলক্ষে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে প্রেস ক্লাব কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির সাফল্য ও অগ্রযাত্রা এবং বাংলাদেশী খাবারকে আমেরিকায় জনপ্রিয় করে তুলতে তাঁর প্রচেষ্টার কথা জানান। তিনি আগামী বছর ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’ চালুর কথা জানিয়ে এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় শেফ খলিলুর রহমানের সাথে ছিলেন নিউ ইউর্কের ‘বাংলা পত্রিকা’র নিউজ এডিটর বিশিষ্ট সাংবাদিক হাবিব রহমান ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর এনামুল হক এনাম। প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, জেনারেল সেক্রটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সহ-সভাপতি রহমত আলী, ট্রেজারার সালেহ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারি মোঃ আব্দুল হান্নান, নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু ও দ্যা সানরাইজ টুডে সম্পাদক এনাম চৌধুরী। মতবিনিময় শেষে খলিলুর রহমানহ অতিথিদের হাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও কমিউনিটি সংবাদ

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

লণ্ডন, ১৭ জুন: ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ৬ জুলাই। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের উদ্যোগে ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এই উৎসবের। উৎসবকে সামনে রেখে গত শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত...

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

লণ্ডন, ১৭ জুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইংল্যাণ্ডের উত্তর-পশ্চিমান্ঞ্চলের বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব ৭১‘। বইটি লিখেছেন এজহিল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার তাসলিম শাকুর এবং ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা তরুণ প্রজন্মের লেখিকা শবনম আহসান।...

আরও পড়ুন »

 

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...