লণ্ডন, ০৫ ডিসেম্বর: লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। গত ২০শে নভেম্বর রোববার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের যুক্তরাজ্যবাসীর শীর্ষস্থানীয় সংগঠন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউকের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন মেয়াদের জন্য এই নির্বাহী কমিটির গঠন করা হয়। লণ্ডনস্থ দারুল উম্মাহ হলে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক ট্রাস্টি ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মনসুর আহমদ। ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খান ও সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের যৌথ পরিচালনায় ও ট্রাস্টি জাভেদুর রহমান জানুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সভাপতি মনসুর আহমদের স্বাগত বক্তব্য ও সহ সভাপতি সাহেদুর রহমানের শুভেচ্ছা বক্তব্য ও আগত অতিথিবৃন্দের বক্তব্যের পর পরই ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব ও ট্রাস্ট কর্তৃক সম্পাদিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত রিপোর্ট পেশ করেন ট্রেজারার শেখ নজরুল ইসলাম। এবারের সম্মেলন উপলক্ষে সমাজের উন্নয়নে অসামান্য অবদান রাখায় ইউনিয়নের দুই জন বিশিষ্ট ব্যক্তিত্ব সংগঠনের উপদেষ্টা এম এ সালমান জেপি ও এম আব্দুল বারীকে ট্রাস্টের পক্ষ থেকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়। পরে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল হক ও সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহিবুর রহমান মুর্শেদ উপস্থিত অতিথিদের নিয়ে সম্মেলন উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘ইউনিয়ন বার্তা’র ৬স্ট সংখ্যার মোড়ক উন্মোচন ও সম্মেলনের স্মারক (কলম ও চাবির রিং) বিতরণ করেন। এ পর্যায়ে ট্রাস্টের আগামী সেশনের জন্য নির্বাচিত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম আব্দুল বারী এবং তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার আব্দুল জলিল, মাসুদুল হক ও ইকবাল আহমদ।
২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে যারা নির্বাচিত হলেন, সভাপতি – আব্দুল হাফিজ ফজলু, সহ সভাপতি – সাহেদুর রহমান, লাল মিয়া, সৈয়দ জাকির আহমদ, আলী হুসেন লয়লু, সেক্রেটারী – মাহমুদুল হাসান রাসেল, সহ সেক্রেটারী – আবু হানিফ, ট্রেজারার – শেখ নজরুল ইসলাম, সহ ট্রেজারার – সুরমান মিয়া, সাংগঠনিক সম্পাদক – বদর উদ্দিন আহমদ এনাম, সহ সাংগঠনিক সম্পাদক – মুহিবুর রহমান মুর্শেদ, প্রচার সম্পাদক – আব্দুল কাদির লাভলু, সহ প্রচার সম্পাদক – মুহাম্মদ বশর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – এনামুল হক, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – উমর আলী রিপন, নির্বাহী সদস্য – আব্দুল বাতিন, মনসুর আহমদ, আশরাফুল হক খান রুমান, আব্দুল কুদ্দুস খান, কবির আহমদ সুহেল, আকমল খান, মামুন রহমান, জাভেদুর রহমান জানু, মশিউল হুসেন খান সায়েম ও তাজুল ইসলাম।সম্মেলনে আরোও বক্তব্য রাখেন, উপদেষ্টা আব্দুল হান্নান, এম এ সালমান জেপি, আব্দুল বারী, আব্দুল জলিল, আশিক মিয়া, মকসুদ রহমান, কামরান আহমদ সিকন্দরী, মামুনুল হক সাজু, আব্দুল বাতিন, নুরুস সুফিয়ান চৌধুরী, মিসবাহুল বারী, তাজুল ইসলাম প্রমুখ। পরে নব নির্বাচিত সভাপতি আব্দুল হাফিজের বক্তব্য এবং অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি