সেরা প্রতিযোগী আব্দুল্লাহি দাইয়া ফারাহ আলী
লণ্ডন, ১৩ ডিসেম্বর: ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন টিভি ওয়ানের উদ্যোগে দ্বিতীয়বারের মত আয়োজিত ‘ন্যাশনাল কোরআন কমপিটিশন’-এ শীর্ষস্থান অধিকার করছে আব্দুল্লাহি দাইয়া ফারাহ আলী। প্রাথমিক পর্বে প্রায় ৫ হাজার প্রতিযোগী অংশ নিলেও কয়েক ধাপ শেষে চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগীকে নিয়ে সাজানো হয় গ্রাণ্ড ফিনালে। গত ৪ ডিসেম্বর রোববার পূর্ব লণ্ডনের রয়েল রিজেন্সি হলে হাজারেরও বেশি মুসল্লির উপস্থিতিতে নির্বাচিত হয় সেরা তিন। গ্রাণ্ড ফিনালে দেখতে আসা দর্শক ও অতিথিরা বলছেন, টিভি ওয়ানের এই আয়োজন ব্রিটেনে শিশুদের বিশুদ্ধ কোরআন শিক্ষায় আগ্রহী করে তুলবে।
কারি মোরশেদ হাবিবের পরিচালনায় হল ভর্তি দর্শকদের উপস্থিতিতে একের পর মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন সেরা ১০ প্রতিযোগী। বিচারকদের রায়ে নতুন শীর্ষস্থান অধিকার করে আব্দুল্লাহি দাইয়া ফারাহ আলী, দ্বিতীয় হয়েছে ইলিয়াস হামিদ সুলতান এবং তৃতীয় হয় মারিয়াম। সেরা দশের বাকী সাত প্রতিযোগি হচ্ছেন ইউসুফ মোরসালিন হোসেন, সোলেমান নাফিজ, সিলভিয়া আকতার, নিশাদ বিনতে সাঈদ, মোহাম্মদ উমর রহমান, মাহরুছ খালিদ, মাহির রহমান। ব্রিটেনের শিশুদের জন্য টিভি ওয়ানের আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে প্রতিষ্ঠানের ডাইরেক্টর শায়খ আব্দুর রহমান মাদানী বলেন, এর ফলে শিশুরা কোরআনের প্রতি আরো আকৃষ্ট হবে এবং ভবিষ্যত নেতৃত্ব সৃষ্টি হবে। তিনি এই আয়োজন সফল করায় স্পন্সরসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে হাজারো দর্শকদের উপস্থিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আর শিশুদের সুন্দর পারফরমেন্স দেখে অভিভূত অভিভাবক-সুধীজন। টিভি ওয়ানের এ ধরনের আয়োজনে পাশে থাকার ঘোষণা কমিউনিটির মানুষদের। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার কথা জানান টিভি ওয়ানের আরেক ডাইরেক্টর শায়খ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে টিভি ওয়ানের ইসলামিক অনুষ্ঠানগুলো অব্যাহত রাখতে কমিউনিটির সহযোগিতা কামনা করে ফাণ্ড রেইজ করা হয়। ফাণ্ড রেইজ অনুষ্ঠান পরিচালনা করেন আজমল মাসরুর। এছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ী ও চ্যারিটি সংগঠনের নেতাদের বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।