মাওলানা আব্দুল মজিদ সভাপতি, হাফিজ রশীদ আহমদ সাধারণ সম্পাদক
লণ্ডন, ১৩ ডিসেম্বর: মাওলানা আব্দুল মজিদকে সভাপতি হাফিজ রশীদ আহমদকে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হ্যাকনি শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
গত ২৮ নভেম্বর সোমবার মারকাজুল উলুম লণ্ডনে অনুষ্ঠিত সংগঠনের কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল মজিদ। এতে প্রধান অতিথি ছিলেন ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইউকে জমিয়তের সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ, ট্রেজারার হাফিজ হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউদ্দীন, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, উপদেষ্টা খালিস মিয়া। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহসভাপতি মুফতি মুতাহির সিদ্দিক, হারুন মিয়া, আশিক আলি, হাফিজ সাদিকুল ইসলাম, আলি আহমদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা সৈয়দ সানোয়ার হোসেন, সহসেক্রেটারী মাওলানা সাফওয়ান, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক সুহেল চৌধুরী, সহপ্রচার সম্পাদক সালিক মিয়া, সমাজসেবা সম্পাদক মুদাব্বির হোসেন মদু মিয়া, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুহিব্বুল্লাহ হেলাল, মনির আহমদ, মেহদী আকিফ, সাহেল আহমদ, হাফিজ উসমান আহমদ, এহসান চৌধুরী।
সভায় নেতৃবৃন্দ জমিয়তের ইতিহাস তুলে ধরে বলেন, জমিয়তে উলামা পরপর কয়েকটি স্বাধীনতা সংগ্রামে অতুলনীয় নজির স্থাপনে সক্ষম হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে মুসলিম সংখ্যালঘু দেশসমূহে জমিয়তে উলামাকে ধর্মীয়, সামাজিক এবং সেবা ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধের ভিত্তিতে তার অবদান অব্যাহত রাখার প্রয়োজন। মানবিক দৃষ্টিকোণ থেকে শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠা এবং জুলুমের প্রতিকার কল্পে জমিয়ত তার অসমান্য খেদমতের মাধ্যমে সাফল্যের সিঁড়ি বেয়ে আজ দেশে দেশে সুনামের অধিকারী হচ্ছে। আজ ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র এটাই করা হচ্ছে যে ইসলামে নাকি পরমতসহিষ্ণুতা নেই, ইসলাম নাকি অন্য ধর্মকে সহ্য করতে পারে না। বর্তমানে এসব মিথ্যা অপবাদের জবাব আমাদেরকে জমিয়তের প্লাটফর্ম থেকে মানবতার কল্যাণে কাজ করার মধ্য দিয়ে দিতে হবে। ইউকে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, বর্তমানে নতুন প্রজন্ম ও যুব সম্প্রদায়কে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষত পশ্চিমা বিশ্বে সবচেয়ে বেশি কাজ করা উচিত। দুঃখজনক হলেও সত্য যে আজ যুব সমাজের উপর আমাদের কোন প্রভাব নেই। এর জন্য আধুনিক মিডিয়া ও ইন্টারনেটের ময়দানে আমাদের যোগ্যতাপূর্ণ পদচারণা সময়ের সবচেয়ে বড় দাবি। নেতৃবৃন্দ বলেন, এসব উদ্দেশ্য সাধনে আমাদেরকে জমিয়তের ছায়াতলে সমবেত হয়ে একযোগে কাজ করে যেতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি