লণ্ডন, ১৭ ডিসেম্বর: শোষণ, নির্যাতন, ষড়যন্ত্র মোকাবেলা করে করেই বঙ্গবন্ধু সেই তরুণ বয়স থেকে বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন স্বাধীনতার জন্য। তাঁর রেখে যাওয়া দল আওয়ামী লীগ তাঁর কাছ থেকেই শিক্ষা পেয়েছে ষড়যন্ত্র মোকাবেলা করে কিভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। সুতরাং ষড়যন্ত্র ও চক্রান্ত করে দেশ ধ্বংসের পরিকল্পনা করে লাভ নেই। মুক্তিযুদ্ধের শাণিত চেতনায় সকল ষড়যন্ত্র রুখেই শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে যাবে।
গত ১৬ ডিসেম্বর শুক্রবার যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনায় সভাপতির বক্তব্যে ব্রিটেনে মুক্তিযুদ্ধের প্রবীণ সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, বর্ষিয়ান নেতা সুলতান শরীফ উপরোক্ত মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধেও চেতনায় নতুন করে শান দিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে সক্রিয় থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সর্বাধিক সদস্য নিহত হলেও আজকের বিশ্বের বিস্ময় বাংলাদেশ সৃষ্টির জন্যই হয়তো সৃষ্টিকর্তা তাঁর দুই কন্যাকে জীবিত রেখেছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এমন পর্যায়ে পৌছেছে যে, বিশ্বের পরাশক্তিগুলোও এখন বঙ্গবন্ধুর রেখে যাওয়া এই দেশটিকে যার যার বলয়ে টানতে চায়।
সংগঠনের যুক্তরাজ্য কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অতিথি’র বক্তব্য রাখেন সত্যবাণী সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য সভাপতি সাংবাদিক সৈয়দ আনাস পাশা, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আনসারুল হক, যুক্তরাজ্য যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান ও যুক্তরাজ্য ছাত্রলীগ সহসভাপতি সারওয়ার কবির ও জাকির আহমেদ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি