লণ্ডন, ১০ ডিসেম্বর: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের যুগপূর্তি পালিত হয়েছে।
গত ৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় লণ্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুইটিং হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এবং চ্যানেল এস টিভির বিশিষ্ট সাংবাদিক ফারহান মাসুদ খানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আব্দুল কুদ্দুস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লিটন আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেথনালগ্রীন এন্ড বো সংসদীয় আসনের এমপি রোশনারা আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পপলার ও লাইমহাউস সংসদীয় আসনের এমপি-আফসানা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাতা এবং কমিউনিটি ব্যাক্তিত্ব মাহী ফেরদৌস জলিল, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ তাইছির মাহমুদ, জনমত পত্রিকার সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার লুৎফুর রহমান, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ লিডার এবং কাউন্সিলার সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ ওহিদ আহমেদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ূম তালুকদার, কাউন্সিলারদের মধ্যে লীলু মিয়া, সাবিনা খান, রেবেকা সুলতানা, মাহিম তালুকদার, জেমস কিং, শুভ হোসাইন, মনসুর আলী, মুহাম্মাদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার মিজান চৌধুরী, আহবাব হোসাইন ও সাবিনা আক্তার, কেয়ারার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা শাহান আহমদ চৌধুরী, সাবেক সভাপতি জগলুল খান, বর্তমান সহসভাপতি জাহেদ মিয়া ও সফর উদ্দিন। এসময় লণ্ডনের বিভিন্ন কেয়ার এজেন্সির কেয়ারারদের কর্মের স্বীকৃতিস্বরূপ ২৮ জনকে সনদ প্রদান করা হয়। সনদপ্রাপ্তরা হলেন- কেয়ারার ওমর ফারুক তোফায়েল আহমেদ,জাহেদ মিয়া, আনা মিয়া, মাসুম আহমেদ ভূইয়া, আসাদুজ্জামান, মনসুর খান, আব্দুল আহাদ, শাহ বদরুজ্জামান, দেলোয়ার হোসাইন, নুরুন্নেছা, আকিল চৌধুরী, ফওজিয়া আফরোজ, সাবিনা চৌধুরী, আলিমা বেগম, শামসুন্নাহার আহমেদ, দিলরুবা খান, আছিয়া হোসাইন, ফৌজিয়া রহমান, আহাদ মিয়া, মিস নুরজাহান, হামিদা বেগম এবং আবদুল কাদির। সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি নুরুল আলম কেয়ারার এসোসিয়েশনে দীর্ঘ ধরে যারা শ্রম দিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। ভোজসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি