লণ্ডন, ১৭ ডিসেম্বর: লণ্ডনে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নির্বাহী কমিটির প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ডিসেম্বর রোববার পূর্ব লণ্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় ট্রাস্টের সভাপতি মখলু মিয়া সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এম কে আব্দুল্লাহর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নির্বাহী কমিটির সদস্য হুসাইন আহমেদ। এ সময় সভায় ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম এবং এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে ইউনিয়নের স্বাস্থ্য সেবার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা মিয়া, ফজলুল হক ফজলু, ট্রেজারার আলম খান, পানু মিয়া, আফসার হোসেন এনাম, ফারুক মিয়া, শামসুল আলম, রফিকুল ইসলাম, সামসুল হক। সংবাদ বিজ্ঞপ্তি